ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার আগ্রায় চাঞ্চল্যকর ঘটনা। তাজমহলের পূর্ব দিকে গেটের কাছে আগ্রার এক মসজিদ থেকে উদ্ধার হল এক যুবতীর মৃতদেহ। জানা গিয়েছে, মৃত যুবতীর পোশাকের নিচের অংশ অনেকটাই ছেঁড়া ছিল। দুপুর ৩টে নাগাদ মসজিদে প্রার্থনা করতে আসা মানুষরা তরুণীর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশের প্রাথমিক অনুমান, ২২ বছরের যুবতীকে ধর্ষণের পর খুন করে কেউ বা কারা মসজিদের ভিতর ফেলে দেয়। শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন নজরে এসেছে। ধরা পড়ের ভয়ে যুবতীর মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যাতে তাঁকে শনাক্ত করা সম্ভব না হয়।দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
যেখানে এই ঘটনা ঘটেছে, সেই মসজিদটি তাজমহলের পিছনে নাগলা পাইমা গ্রামের দশহারা ঘাটের পাশে অবস্থিত। সিসিটিভি ফুটেজ দেখে খুনির সন্ধান শুরু করেছে পুলিশ। স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। খুন হওয়া যুবতী চেক শার্ট ও সাদা সালোয়ার পরেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।