Tuesday, August 26, 2025

পঞ্চম দফার ভোটে ‘ভিলেন’ বৃষ্টি! বনগাঁয় লণ্ডভণ্ড বুথ সংলগ্ন অস্থায়ী ক্যাম্প, উড়ল ছাউনি

Date:

পঞ্চম দফার ভোটে আগে থেকেই ঝড়বৃষ্টির (Rain) পূর্বাভাস ছিল। বাস্তবে তাই সত্যি হল। সোমবার বেলা গড়াতেই ঝড়বৃষ্টিতে কার্যত তছনছ ভোটগ্রহণ কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের একাধিক অস্থায়ী ক্যাম্প (Camp)। বনগাঁ (Bongaon) লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাগদার মশ্যমপুর এলাকার ঘটনা। ভোটারদের মতে, এদিন আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ভোটগ্রহণ কেন্দ্র। যার জেরে আতঙ্কিত হয়ে বুথ ছাড়েন ভোটাররা।

ওই বুথের ভোটারদের আরও অভিযোগ, এদিন সকাল থেকেই মোটের উপর নির্বিঘ্নেই ভোট প্রক্রিয়া চলছিল ওই বুথে। হঠাৎই প্রবল বেগে হাওয়া বইতে থাকে। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। যার জেরে মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট কেন্দ্রের আশেপাশের একাধিক অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন প্রবল বেগে হাওয়া বইতে থাকে। যার কারণেই এমন ঘটনা। এদিকে ঝড়ের দাপটে ভোট কেন্দ্র ছেড়ে দৌড়ে পালান ভোটাররা। কিছু ভোটার ভোট কেন্দ্রের মধ্যেই আশ্রয় নেন বলে খবর। তবে বৃষ্টির ভয়াবহতা কিছুটা কমলে ফের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ভোটারদের।

তবে নির্বাচনের দিন বেলার দিকে আচমকা বৃষ্টি শুরু হওয়ায় সমস্যার মুখে পড়েন ভোটাররা। ভোট দিতে যাওয়া বা ভোটাধিকার প্রয়োগের ফিরতি পথে বৃষ্টির সম্মুখীন হতে হয় তাঁদের।


Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version