Monday, August 25, 2025

গাড়ি চাপা দিয়ে মানুষ মারা নাবালকের অভিনব শাস্তি, লিখতে হবে প্রবন্ধ!

Date:

পুনেতে ধনী বাবার নাবালক পুত্রের কীর্তি এখন সবার মুখে মুখে। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে শেষে নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে দুই যবুককে খুন করে কীর্তিমান অভিযুক্ত। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নাবালক গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। তবে নাবালক হওয়ায় তাকে জামিন দেয় আদালত। সেই সঙ্গে শর্ত দেওয়া হয় তাকে দুর্ঘটনা নিয়ে একটি প্রবন্ধ লিখতে হবে। সেই সঙ্গে ১৫ দিন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করতে হবে তাঁকে।

শনিবার রাতে প্রায় ২০০ কিমি প্রতি ঘণ্টা বেগে একটি পোর্সে গাড়ি চালিয়ে পুনেতে দুই বাইক আরোহী যবুককে ধাক্কা মারে। পুনের এক প্রভাবশালী বিত্তবান প্রোমোটারের ১৭ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মনোজ পাতিল বলেন, পুলিশ অভিযুক্ত ছেলেটিকে রবিবার বিকেলে পুনের হলিডে কোর্টে হাজির করে। তিনি অ্যালকোহল পান করে গাড়ি চালাচ্ছিলেন কিনা তা নিশ্চিত করার জন্য একটি তদন্ত শুরু হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। কিন্তু অভিযুক্তর ১৮ বছর বয়স হতে চার মাস বাকি রয়েছে। নাবালক হওয়ায় তাকে জামিন দেয় আদালত। তবে সেই সঙ্গে শর্ত আরোপও করা হয়।

আদালতের নির্দেশ ১৫ দিন তাকে ইয়েরওয়াড়া পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে হবে। মদ্যপান ছাড়ার জন্য তাকে সঠিক চিকিৎসার মধ্যে দিয়েও যেতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনার উপর তাকে একটি প্রবন্ধ লিখতে হবে। তবে হলিডে কোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে সেশন কোর্টের দ্বারস্থ হতে চলেছে পুলিশ। সেই সঙ্গে নাবালকের বাবা যিনি নম্বর প্লেটবিহীন গাড়ি নাবালকের হাতে তুলে দিয়েছেন, এবং মদ্যপানের জন্য অনুমতি দিয়েছেন তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version