Thursday, August 21, 2025

পঞ্চম দফার নির্বাচনে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার পাশাপাশি নজরে মুম্বই। কারণ মুম্বইতে তারকাদের একটা বড় অংশের ভোটদান সোমবারের নির্বাচনে। আর সেখানেই দেখা গেল প্রথমবার ভারতের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে অভিনেতা অক্ষয় কুমারকে। কেউ সকাল থেকে লাইন দিয়ে পরিবারের সঙ্গে ভোট দিলেন। কেউ আবার ভোটদানকে উৎসবের দিনের মতো ছুটির দিন হিসাবে পালন করলেন। সন্তানসম্ভবা দীপিকাও রণবীর সিংয়ের হাত ধরে ভোট দিলেন।

ভারতের নাগরিক হওয়ার পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার। ২০২৩ সালেই ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন সুপারস্টার অক্ষয় কুমার। সাতসকালেই একেবারে জন সাধারণের সঙ্গেই প্রায় পাঁচ-ছয়শো লোকের ভিড়ে বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গেল অক্ষয়কে। মুম্বইয়ের জুহুর একটি বুথে গিয়ে ভোট দিলেন অক্ষয়। ভোট দিয়ে বেরিয়েই অভিনেতা বলেন, “আমি চাই ভারতের আরও উন্নতি হোক। দেশ আরও শক্তিশালী হোক সবদিক থেকে। তা মাথায় রেখেই আমি ভোট দিয়েছি। জনতা যাকে সঠিক মনে করবে, তাকেই ভোট দিক।”

নির্বাচন কমিশনের জন্য বারবার প্রচার করা রাজকুমার রাও নিজের ভোট দেওয়ার পরে দেশের মানুষের কাছে ভোটদানের আবেদন জানান। বোন পরিচালক জোয়া আখতার ও মাকে নিয়ে ভোট দেন ফারহান আখতার। তিনি বলেন, “নির্বাচনে অংশ নিই ভালো প্রশাসন তৈরির জন্য। এমন একটা সরকার তৈরির জন্য যে সবার দিকে নজর রাখবে। দেশের অর্থনৈতিক রাজধানীকে যারা আরও ভালো একটি শহর তৈরি করবে।” নির্বাচন প্রক্রিয়ায় একইভাবে পরিবারের সঙ্গে অংশ নেন অভিনেতা ঋত্ত্বিক রোশন ও তাঁর পরিচালক বাবা রাকেশ রোশন। ভোট দিয়ে বেরিয়ে ভোটারদের জন্য ঋত্ত্বিকের বার্তা “সকলে যেন ভোট দেওয়ার আগে প্রার্থী কে জেনে নেন, কোনও উদ্দেশ্যকে সামনে রেখে ভোট দিচ্ছেন জেনে নেন।”

পঞ্চম দফায় ভোটাধিকার প্রয়োগ করতে মুম্বইয়ের একটি বুথে স্বামী রণবীরের হাত ধরে আসেন দীপিকা পাড়ুকোন। দুজনে শক্তভাবে হাতে হাত ধরে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা সঞ্জয় দত্তও। অন্যদিকে ভোট দিতে এসেও বিতর্কিত মন্তব্য অভিনেতা পরেশ রাওয়ালের। তিনি বলেন, “যারা ভোট দেন না তাঁদের জন্য যেন কোন পদ্ধতি থাকে, যেমন কর বাড়িয়ে দেওয়া বা অন্য কোনও শাস্তি।” তবে তারকাদের নির্বাচনে অংশগ্রহণ নির্বিঘ্নেই হয়। জাহ্নবী কাপুর, তাব্বু, অনিল কাপুর, ইমরান হাশমী, বিশাল দাদলানি, অনুপম খের, আর মাধবন, চিত্র পরিচালক কুণাল কোহলি, সুভাষ ঘাইও ভোটাধিকার প্রয়োগ করেন।

বেলা বাড়ার পরে ভোট দিতে আসেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মুম্বইয়ের একটি কেন্দ্রে স্লিং করা হাত নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় ঐশ্বর্য্য রাই বচ্চনকেও। তবে অনেকেই সস্ত্রীক ভোট দিতে এলেও অভিনেতা রণবীর কাপুর একাই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। আবার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভোট দিতে বেরোতে দেখা যায় সইফ আলি খান ও করিনা কাপুর খানকেও।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version