কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লি আদালতে বিচার বিভাগীয় হেফাজত বাড়ানোর আবেদন ইডির

সাধারণ নির্বাচনের শেষ পর্বের ভোটের একদিন পর ২ জুন জেলে ফিরে যেতে হবে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অবৈধ আর্থিক লেনদেন মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত বাড়ানোর জন্য আবেদন করল।ইডি আদালতে বলেছে, কেজরিওয়াল বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন। তাকে ২ জুন আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আদালত আবেদনটি ২ জুন পর্যন্ত মুলতুবি রাকার সিদ্ধান্ত নিয়েছে ৷ কেজরিওয়ালকে গত ২১ মার্চ দিল্লি আবগারি নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল। গত ১০ মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল৷ যদিও শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর কার্যালয় এবং দিল্লি সচিবালয় যেতে পারবেন না, তাকে আত্মসমর্পণ করতে হবে এবং সাধারণ নির্বাচনের শেষ পর্বের ভোটের একদিন পর ২ জুন জেলে ফিরে যেতে হবে।

শুক্রবার, ইডি তার সর্বশেষ চার্জশিটে, কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে আবগারি নীতি তদন্তে অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে। একজন আধিকারিক বলেছেন,দিল্লি সরকার ২০২১ সালের নভেম্বরে, বহুল প্রচারিত মদ আবগারি নীতি চালু করেছে; রাজধানীতে মদের ব্যবসাকে সম্পূর্ণরূপে পুনর্গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে। ‘অকাট্য প্রমাণের’ ভিত্তিতে বিশদে চার্জশিটে তার উল্লেখ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে তিনি অর্থ পাচারের অপরাধকে সহজতর করতে এই পন্থা নিয়েছিলেন। আদালত সিবিআই দ্বারা নথিভুক্ত সমান্তরাল মামলায় বিআরএস নেত্রী কে কবিতার বিচার বিভাগীয় হেফাজতও ৩ জুন পর্যন্ত বাড়িয়েছে।





Previous articleমেদিনীপুরে মমতা-ম্যাজিক! আবেগে ভেসে পদযাত্রা তৃণমূল সভানেত্রীর
Next articleমর্মান্তিক, ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে বৈগা উপজাতি সম্প্রদায়ের ১৮ জনের মৃত্যু