Thursday, January 29, 2026

পঞ্চম দফায় দেশের মোট ৪৯ আসনে চলছে ভোটগ্রহণ! ভোট উৎসবে সামিল হওয়ার আবেদন মোদির

Date:

Share post:

সোমবার দেশে শুরু হয়েছে পঞ্চম দফায় ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের সাত লোকসভা (Loksabha) কেন্দ্র-সহ দেশের মোট ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে এই দফায়। ভোট হচ্ছে দেশের আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। পশ্চিমবঙ্গ ছাড়া বিহারের পাঁচ, ঝাড়খণ্ডের তিন, মহারাষ্ট্রের ১৩, ওড়িশার পাঁচ, উত্তরপ্রদেশের ১৪, জম্মু ও কাশ্মীরের একটি এবং লাদাখ লোকসভা কেন্দ্রে সোমবার ভোটগ্রহণ চলছে।

সোমবার ভোটগ্রহণ শুরুর আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে ভোটারদের গণতান্ত্রিক উৎসবে সামিল হওয়ার আবেদন জানালেন প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলা-সহ পাঁচ ভাষায় পোস্ট করেছেন তিনি। তাঁর কথায়, আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনের যে সব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে রেকর্ড সংখ্যায় ভোটদানের জন্য সকলের কাছে আর্জি জানাচ্ছি। বিশেষ করে মহিলা এবং তরুণ ভোটারদের কাছে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আবেদন জানাচ্ছি।

দেশের ৪৯ আসনে সোমবার ভোটগ্রহণ চলছে। পঞ্চম দফায় দেশে মোট ৯৪ হাজার ভোটকেন্দ্র করেছে নির্বাচন কমিশন। ভোট চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কমিশন সূত্রে খবর, পঞ্চম দফায় ৮২ জন মহিলা-সহ মোট প্রার্থীর সংখ্যা ৬৯৫। সোমবার পঞ্চম দফায় একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটারেরা। তবে সোমবার নজরে থাকবে রায়বরেলি আসনে। এই আসনে একেবারে শেষ পর্যায়ে রাহুল গান্ধীকে প্রার্থী করে হাত শিবির। এ ছাড়াও আমেঠি আসনের দিকেও নজর থাকবে। এই কেন্দ্রে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। লখনউ থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও নজরে থাকবেন ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল-সহ বিশিষ্টরা।

তবে এদিন সকাল সকালই ভোট দিতে দেখা যায় শিল্পপতি অনিল আম্বানী ও অভিনেতা অক্ষয় কুমারকে। দক্ষিণ মুম্বই লোকসভা কেন্দ্রের কোলাবাতে ভোট দিলেন মুকেশ। অন্যদিকে মুম্বাইয়ের এক ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা অক্ষয় কুমার।

spot_img

Related articles

মার্কিন ডলারের চাপে সর্বকালীন পতন ভারতীয় মুদ্রার!

দাম কমছে ভারতীয় টাকার (Indian rupee)। বৃহস্পতিবার সকালে বড়সড় ধাক্কা। মার্কিন ডলারের (US dollar) তুলনায় এদিন সর্বকালীন রেকর্ড...

উত্তরে বৃষ্টি-তুষারপাতের পূর্বাভাস, দক্ষিণে হালকা শীতের আমেজ

হাড় কাঁপানো ঠান্ডা হয়তো আর ফিরবে না, কিন্তু তাই বলে এক্ষুনি লেপ কম্বল গুটিয়ে ফেলার সময়টাও আসেনি, এমনই...

হাজার কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI হানা 

বৃহস্পতিবার সকালে সাতসকালে দক্ষিণ কলকাতায় সিবিআই হানা (CBI raid)। হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এদিন আলিপুরের নিউ...

ভেনেজুয়েলায় ভেঙে পড়ল বিমান, মৃত অন্তত ১৫

মর্মান্তিক দুর্ঘটনা ভেনেজুয়েলার সীমান্তে (Venezuela plane crash) । ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান (Columbia flight)।...