Sunday, May 4, 2025

৫ বছরে কোনও কাজ করেননি, এখন জুতো পরিষ্কার করছেন! বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে তুলোধনা অভিষেকের

Date:

“পাঁচ বছরে পাঁচ সপ্তাহও সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রকে দেননি। এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“ মঙ্গলবার, বাঁকুড়ায় বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুভাষ সরকারকে (Subhash Sarkar) এই ভাষাতেই খোঁচা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন, দলীয়প্রার্থী অরূপ চক্রবর্তীর (Arup Chakraborty) সমর্থনে প্রচার সভা থেকে বিজেপি (BJP) প্রার্থীকে তুলোধনা করেন অভিষেক।

অভিষেকের Abhishek Banerjee) কথায়, “আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে সুভাষ সরকার ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি ১৩ বছরের মা-মাটি-মানুষ সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসব। দেখাব, ১০ বছরে মোদি সরকার বাঁকুড়ার মানুষের জন্য কী করেছে, আর আমরা এখানে প্রত্যাশিত ফল না পাওয়ার পরেও কী করেছি।“

বাঁকুড়া লোকসভা কেন্দ্রের গত বছর জিতেছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবিরকে নির্বাচিত করা যে বাঁকুড়ার মানুষের ভুল ছিল, সেটা তাঁকে জানিয়েছিলেন তাঁরা- দাবি অভিষেকের। তিনি বলেন, “২০১৯ সালে এক বুক আশা, ভরসায়, মোদিজির কথায় বিশ্বাস করে এই বাঁকুড়া থেকে সুভাষ সরকারকে জিতিয়ে সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছিলেন। নবজোয়ারে অনেকে বলেছে ভুল করে বিজেপিকে ভোট দিয়েছি। পাঁচ বছরে পাঁচ সপ্তাহ সময়ও এখানকার প্রতিনিধি আপনাদের দেননি।“

বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “এখন ভোট এসেছে তাই আপনাদের জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। আমি মায়েদের বলব, এদের দিয়ে শৌচালয়ও পরিষ্কার করিয়ে নেবেন।“

কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য পায়নি বাংলার মানুষ। সেই কথা মনে করিয়ে অভিষেক বলেন,  “কেউ যদি বলেন, বিজেপি আবাসের টাকা দিয়েছে, তাঁকে বেঁধে রাখবেন। মারবেন না। আমাকে ফোন করবেন। আমি রিপোর্ট কার্ড দিয়ে প্রতিনিধি পাঠাব। বলে দিয়ে গেলাম। দশ পয়সাও আবাসের জন্য দেয়নি মোদি সরকার।“ তোপ দেগে অভিষেক বলেন, “প্রায় সাড়ে তিন লক্ষ প্রকৃত প্রাপক ১০০ দিনের কাজের টাকা পাননি তিন বছর ধরে। সুভাষ সরকার এবং বিজেপি বিধায়কেরাই দিল্লিতে ষড়যন্ত্র করে মানুষের টাকা বন্ধ করেছেন।“

অভিষেকের কথায়, কেন্দ্রের বিজেপি সরকারের মেয়াদ পুরুলিয়ায় ভোটগ্রহণের দিন থেকে মাত্র ১০ দিন। ৪ তারিখ দেশে পরিবর্তন হবেই। এরপর অরূপ চক্রবর্তীর বিজয় মিছিল করতে তিনি আবার বাঁকুড়ায় আসবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।






Related articles

কাশ্মীরের রমবানে খাদে সেনার গাড়ি, মৃত্যু ৩ জওয়ানের

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ জিগিরের মাঝেই ফের বিপর্যয় ভারতীয় সেনায় (Indian Army)। কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন সেনা...

১৫ দিনে দ্বিতীয়বার! খড়গপুর আইআইটি-তে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

খড়গপুর আইআইটি-র হস্টেল থেকে মিলল আরও এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। মাত্র চার মাসের ব্যবধানে এই নিয়ে তৃতীয় মৃত্যু...

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা।...

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...
Exit mobile version