Friday, August 29, 2025

তাপপ্রবাহের জের! দিল্লিতে জারি ‘লাল সতর্কতা’, ছুটি ঘোষণা স্কুলে

Date:

অসহ্য দাবদাহের মধ্যেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে দিল্লির মানুষকে। শনিবার ষষ্ঠ দফায় দিল্লিতে ভোটগ্রহণ। তার অনেক আগেই তাপপ্রবাহের বিষয়ে রাজধানী দিল্লিতে জারি হল ‘লাল সতর্কতা’। ৩০ জুন অবধি ছুটি দেওয়া হয়েছে সমস্ত স্কুলে। সোমবার দিল্লির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তারই প্রেক্ষিতে আবহাওয়া অফিস মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে।

আবহাওয়া অফিস বলছে, সামনের পাঁচদিন এই তীব্র তাপপ্রবাহ চলবে। অর্থাৎ ২৫ মে ষষ্ঠ দফার ভোটের সময় দিল্লি জ্বলেপুড়ে খাক হবে। এ পরিস্থিতিতে দিল্লির সব স্কুলে গরমের ছুটির ঘোষণা করা হয়েছে। ১১ মে এজন্য সরকারি নির্দেশ জারি করা হলেও কোনও কোনও স্কুল খোলা রাখা হয়েছিল। সোমবার রাজ্য সরকার জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। এতে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তাপপ্রবাহের ফলে দিল্লিতে বিদ্যুতের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। দুপুরে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজার মেগাওয়াটেরও বেশি। এটি গত বছরের মে মাসের চাহিদা ছাড়িয়েছে। চাহিদা ও জোগানের ফারাকের জন্য জায়গায় জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। সুস্থ থাকার জন্য বিভিন্ন মহল থেকে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। তাপপ্রবাহের সঙ্গে বইছে গরম হাওয়া। রাজস্থানের ওপর দিয়ে প্রবাহিত এই হলকা হাওয়ার গতি ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার। এতে এই তাপপ্রবাহ আরও কষ্টকর হয়ে উঠেছে। দিল্লির চিড়িয়াখানা কর্তৃপক্ষ পশুদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। সবমিলিয়ে নির্বাচনী উত্তাপকে আপাতত হার মানাচ্ছে গ্রীষ্মের দাবদাহ।

আরও পড়ুন- কালো টাকার তথ্য পেয়েও কেন তদন্ত করাচ্ছেন না প্রধানমন্ত্রী? প্রশ্ন দেশ বাঁচাও গণমঞ্চের

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version