Thursday, August 21, 2025

কয়লা পাচার মামলার তদন্তে এত বিলম্ব কেন? ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের

Date:

কয়লা পাচার (Coal Smuggling) মামলার তদন্তে এত বিলম্ব কেন? ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)I মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতের (CBI) বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দেন, বিচারে কোনওরকম বিলম্ব চায় না আদালত। ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করে ৩ জুলাই মামলার চার্জ গঠনের নির্দেশ দেন তিনি।

তবে এদিনের শুনানিতে লালাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আর্জি জানান সিবিআই-এর আইনজীবী রাকেশ সিং। তিনি জানতে চান কখন কী ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে, তা আদালতের দেখানো পথেই চলবে। অন্যদিকে লালার আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, তাঁর মক্কেলকে নিতুড়িয়ায় নিজের এলাকার বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে ডাকা হলে তিনি কী ভাবে উপস্থিত হবেন? বিচারক জানান, যে দিন জিজ্ঞাসাবাদে ডাকবে সিবিআই, সে দিন তাঁকে বেরোনোর অনুমতি দেওয়া হবে।


তবে এদিনের শুনানি পর্বে সব অভিযুক্তদের হাজির থাকার নির্দেশ দেওয়া হলেও, অসুস্থতার কারণ দেখিয়ে দু’জন আসেননি বলে খবর। পরবর্তী শুনানিতে প্রয়োজনে অ্যাম্বুল্যান্সেও তাঁদের হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।


Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version