Thursday, August 21, 2025

বিজেপির প্রচারে ধর্মীয়-সাম্প্রদায়িক বার্তা: এতদিনে কড়া নির্দেশ কমিশনের

Date:

ক্ষমতায় থাকা দলের অতিরিক্ত দায়িত্ব থাকে। বিজেপিকে স্মরণ করিয়ে দিয়ে কড়া বার্তা নির্বাচন কমিশনের। বিরোধীদের লাগাতার অভিযোগ। তারপরেও বিজেপি নেতা, এমনকি প্রধানমন্ত্রীর জাতি ও ধর্মীয় বিদ্বেষমূলক আক্রমণ জারি থাকে। বিভিন্ন আদালতে দায়িত্ববোধ নিয়ে বারবার ভর্ৎসিত হয় কমিশন। অবশেষে বিজেপিকে সেই সব অভিযোগ নিয়ে কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। যদিও বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও কয়েকটি সতর্কতামূলক নির্দেশ দেওয়া হয়। বিরোধীরা কমিশনের পক্ষপাতিত্বের যে অভিযোগ তুলে এসেছে, কার্যত বিজেপির সঙ্গে কংগ্রেসকেও নোটিশ দিয়ে সেই বার্তাকে ‘ভুল’ প্রমাণ করার চেষ্টা করল কমিশন।

কমিশনের নির্দেশিকায় আলাদাভাবে বিজেপিকে সতর্ক করা হয় ধর্মীয় ও সাম্প্রদায়িক বক্তব্য পেশ থেকে বিরত থাকতে। নির্বাচনী প্রচারে বিজেপি নেতারা যে ধরনের ধর্মীয় ও সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন এবং তা নিয়ে যে অভিযোগ দায়ের হয়েছে, অবশেষে ষষ্ঠ দফা নির্বাচনে আগে তা নিয়ে পদক্ষেপ কমিশনের। কমিশন উল্লেখ করে “ভারতের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ এক স্থায়ী সম্পদ এবং নির্বাচনে কোনও দুর্ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়”।

সেই সঙ্গে বিজেপিকে বার্তা দেওয়া হয় ‘ক্ষমতায় থাকা দলের’ কিছু অতিরিক্ত দায়বদ্ধতা থাকে। সেই প্রসঙ্গ স্মরণ করিয়ে অন্য রাজনৈতিক দলগুলিকেও তাঁদের দায়িত্ব সম্পর্কে সতর্ক করা হয়। সব দলকেই সামান্য বিচ্যুতির বিষয়ে সতর্ক করে কমিশন ষষ্ঠ দফার নির্বাচনের আগে। কংগ্রেস ও বিজেপির দুই দলের তারকা প্রচারকদের কোনও ধরনের বিভাজনমূলক বক্তব্য পেশ থেকে সতর্ক থাকতে নির্দেশ দেয় কমিশন। এই সংক্রান্ত নির্দেশিকা দুই দলের সভাপতি জে পি নাড্ডা ও মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো হয়।

Related articles

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...
Exit mobile version