Friday, November 28, 2025

আমেদাবাদে ডু-অর ডাই ম্যাচে RCB বনাম RR, পারদ তুঙ্গে

Date:

Share post:

শেষ আধডজন ম্যাচ তারা ডু-অর ডাই হিসেবেই খেলেছে। পরিস্থিতি তেমনই ছিল। সাফল্যও এসেছে। আজ আরও একটা ডু-অর ডাই ম্যাচ। এক পারসেন্টের ম্যাচ। জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানেই। হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ।আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।আরসিবির প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র একটি জয়। সেখান থেকে প্লে-অফ! স্বপ্ন দেখতেও সাহস প্রয়োজন। রয়্যাল চ্যালেঞ্জার্স সেই দুঃসাহসটাই দেখিয়েছে। টানা আধডজন জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে। এখান থেকে আর ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সুযোগ নেই।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টানা হারে ক্লান্ত ছিল। প্লে-অফের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাদের। অন্যদিকে, রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টের শুরু থেকে সবচেয়ে ধারাবাহিক দল। সব কিছু ঠিক থাকলে প্রথম দল হিসেবে তারাই প্লে-অফ নিশ্চিত করত। প্রথম দুইয়ে থাকাও যেন নিশ্চিত ছিল। কিন্তু টানা চার ম্যাচে হার এবং বৃষ্টিতে লিগের শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় তিনে নেমে গিয়েছে। রাজস্থান রয়্যালসে অস্বস্তি ছিলই। লিগ পর্বের দু-ম্যাচ বাকি থাকতে জস বাটলার দেশে ফিরেছিলেন। এরপর আরও চাপে পড়ে রাজস্থান। তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের কাছে হারে রয়্যালস। বাটলারের পরিবর্তে ওপেন করা টম কোহলার ক্যাডমোর ছাপ ফেলতে ব্যর্থ। আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল এ মরসুমে একটি সেঞ্চুরি করলেও ব্যাট হাতে ধারাবাহিক নন। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ রান না পেলে, লোয়ার অর্ডারও ভরসা দিতে পারছেন না। তাদের বোলিং শক্তিশালী এ বিষয়ে সন্দেহ নেই। রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে এখন ফিলগুড পরিবেশ।জিতলে চেন্নাইয়ে পাড়ি দেবে আরসিবি। দ্বিতীয় কোয়ালিফায়ার সেখানেই। হারলে এ বারের মতো আইপিএল অভিযান শেষ।





spot_img

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...