Monday, December 15, 2025

বিজেপির ৪০ কোটির মদের এফেক্ট! নেশার ঘোরে দলীয় কর্মীকে মেরে গ্রেফতার মণ্ডল সভাপতি

Date:

Share post:

ভোটের ঠিক আগেই দলীয় কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের বিজেপির মণ্ডল সভাপতি শ্রীরাওকে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল, মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কিছুদিন আগে নিউ সেটেলমেন্ট এলাকার দলীয় অফিসে শ্রীনাথ নামে তাঁরই দলের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বিজেপি নেতা শ্রীরাও। মদ্যপানকে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি হয়। তারপরেই শ্রীনাথকে বেধড়ক মারধর করেন ওই বিজেপি নেতা। পুলিশে অভিযোগ জানান শ্রীনাথ। সেই অভিযোগের ভিত্তিতেই খড়্গপুর শহরের বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, বুথে বুথে বিজেপির মদের এফেক্ট শুরু হয়ে গিয়েছে। মদ খেয়ে নিজেদের মধ্যে মারামারি করছে।

জানা গিয়েছে, গত ২১ এপ্রিল খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি দফতরে বসে মদ্যপান চলছিল। দলীয় এক কর্মী এর প্রতিবাদ করেন। তখনই তাঁকে মারধর করা হয়। বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। অভিযোগ, শ্রীরাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনার ভোটের দিন তিনেক আগে তাঁকে গ্রেফতার করা হল। এই মাতালের পাশে দাঁড়িয়ে খড়গপুর টাউন থানা ঘেরাও করে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি কর্মীরা! তৃণমূল কটাক্ষ করে বলছে, নেতার কাছেই মদের টাকা। তাই নেতা গ্রেফতার হলে মদের জোগান পাওয়া যাবে না। তাই বিজেপির মাতালরা থানা ঘেরাও করেছে।

সম্প্রতি সন্দেশখালিতে একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর অস্বস্তিতে পড়েছে বিজেপি। ভাইরাল ভিডিওতে দলের সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে সন্দেশখালি নিয়ে বেশ কিছু চক্রান্তের কথা বলতে শোনা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে নতুন করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এপ্রসঙ্গে ভোটের দিন বিজেপির মদের খরচ কত? সেই হিসেব তুলে ধরে তীব্র কটাক্ষ করলেন অভিষেক।

তাঁর কথায়, “গঙ্গাধর কয়াল বলেছেন একটি বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা।’ সেই সূত্র ধরেই গোটা রাজ্যে বিজেপির মদের খরচের হিসেব দেন অভিষেক। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বিজেপি। অথচ এক একটি বুথে ৫ হাজার টাকা শুধু মদ খাওয়ার জন্য খরচ করছে বিজেপি। বাংলায় বিজেপির ৮০ হাজার বুথ আছে। সেই হিসেবে এতগুলি বুথে মদ বাবদ বিজেপির খরচ হল ৪০ কোটি টাকা।”

অভিষেকের আরও কটাক্ষ, “বিজেপি আবাসের টাকা বন্ধ করেছে আর ভোটের দিন বাংলায় বিজেপির মদের বাজেট ৪০ কোটি টাকা।” অভিষেকের অভিযোগ, “এত টাকার মদ কে খাবে অবাক হওয়ার কিছু নেই। যারা খারাপ লোক তারাই বিজেপি করে। আপনার এলাকায় দেখবেন যত চোর, চিটিংবাজ, পাতাখোর, মদখোর তারাই বিজেপি করছে। তাই তাদের মদের বাজেট এত বেশি।”

spot_img

Related articles

একই দিনে মুর্শিদাবাদের পর এসআইআই আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুরের ইস্পাত নগরীর ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন এলাকায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে (SIR Controversy) ফের এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ...

৩২ বছর পর ফের হুগলিতে ‘বিশ্ব ইজতেমা’

ইজতেমার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন...

মেসির হাতে টিম ইন্ডিয়ার জার্সি, তারকা সমাবেশে সফল আয়োজন দিল্লির

হায়দরাবাদ, মুম্বইয়ের পরে এবার দিল্লিতে সফলভাবে আয়োজিত হল মেসির (Messi)গোট ইভেন্ট। বিমানবিভ্রাটের জন্য সোমবার নির্ধারিত সময়ের কিছুটা পরেই...

দেবতার বিশ্রাম নেই! বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা শীর্ষ আদালতের

বাঁকে বিহারী মন্দিরে সময়সূচি নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিল শীর্ষ আদালত (Supreme Court)! সোমবার উত্তর প্রদেশের (Utter...