Saturday, November 1, 2025

বিজেপির ৪০ কোটির মদের এফেক্ট! নেশার ঘোরে দলীয় কর্মীকে মেরে গ্রেফতার মণ্ডল সভাপতি

Date:

Share post:

ভোটের ঠিক আগেই দলীয় কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরের বিজেপির মণ্ডল সভাপতি শ্রীরাওকে গ্রেফতার করেছে পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল, মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, কিছুদিন আগে নিউ সেটেলমেন্ট এলাকার দলীয় অফিসে শ্রীনাথ নামে তাঁরই দলের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন বিজেপি নেতা শ্রীরাও। মদ্যপানকে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি হয়। তারপরেই শ্রীনাথকে বেধড়ক মারধর করেন ওই বিজেপি নেতা। পুলিশে অভিযোগ জানান শ্রীনাথ। সেই অভিযোগের ভিত্তিতেই খড়্গপুর শহরের বিজেপির মণ্ডল সভাপতিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের। এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, বুথে বুথে বিজেপির মদের এফেক্ট শুরু হয়ে গিয়েছে। মদ খেয়ে নিজেদের মধ্যে মারামারি করছে।

জানা গিয়েছে, গত ২১ এপ্রিল খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বিজেপি দফতরে বসে মদ্যপান চলছিল। দলীয় এক কর্মী এর প্রতিবাদ করেন। তখনই তাঁকে মারধর করা হয়। বাঁচাতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। অভিযোগ, শ্রীরাও বিষয়টিতে ইন্ধন জুগিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। এই ঘটনার ভোটের দিন তিনেক আগে তাঁকে গ্রেফতার করা হল। এই মাতালের পাশে দাঁড়িয়ে খড়গপুর টাউন থানা ঘেরাও করে প্রতিবাদ দেখাচ্ছে বিজেপি কর্মীরা! তৃণমূল কটাক্ষ করে বলছে, নেতার কাছেই মদের টাকা। তাই নেতা গ্রেফতার হলে মদের জোগান পাওয়া যাবে না। তাই বিজেপির মাতালরা থানা ঘেরাও করেছে।

সম্প্রতি সন্দেশখালিতে একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর অস্বস্তিতে পড়েছে বিজেপি। ভাইরাল ভিডিওতে দলের সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে সন্দেশখালি নিয়ে বেশ কিছু চক্রান্তের কথা বলতে শোনা গিয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে নতুন করে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই সূত্র ধরেই বিজেপিকে আক্রমণ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এপ্রসঙ্গে ভোটের দিন বিজেপির মদের খরচ কত? সেই হিসেব তুলে ধরে তীব্র কটাক্ষ করলেন অভিষেক।

তাঁর কথায়, “গঙ্গাধর কয়াল বলেছেন একটি বুথে মদ খাওয়ার খরচ ৫০০০ টাকা।’ সেই সূত্র ধরেই গোটা রাজ্যে বিজেপির মদের খরচের হিসেব দেন অভিষেক। তিনি বলেন, “১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বিজেপি। অথচ এক একটি বুথে ৫ হাজার টাকা শুধু মদ খাওয়ার জন্য খরচ করছে বিজেপি। বাংলায় বিজেপির ৮০ হাজার বুথ আছে। সেই হিসেবে এতগুলি বুথে মদ বাবদ বিজেপির খরচ হল ৪০ কোটি টাকা।”

অভিষেকের আরও কটাক্ষ, “বিজেপি আবাসের টাকা বন্ধ করেছে আর ভোটের দিন বাংলায় বিজেপির মদের বাজেট ৪০ কোটি টাকা।” অভিষেকের অভিযোগ, “এত টাকার মদ কে খাবে অবাক হওয়ার কিছু নেই। যারা খারাপ লোক তারাই বিজেপি করে। আপনার এলাকায় দেখবেন যত চোর, চিটিংবাজ, পাতাখোর, মদখোর তারাই বিজেপি করছে। তাই তাদের মদের বাজেট এত বেশি।”

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...