Sunday, August 24, 2025

১৪ বছরের ওবিসি সার্টিফিকেট বাতিল! এক্স হ্যান্ডেলে মোদিকে তুলোধনা অভিষেকের

Date:

২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত চোদ্দ বছরের OBC সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেেলে প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ওবিসি বাতিল প্রসঙ্গে বুধবার প্রধানমন্ত্রী মোদি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাইকোর্ট এই রায় দিয়েছে কারণ তৃণমূল সরকার বেআইনিভাবে মুসলিমদের সংরক্ষণ দিচ্ছে। পাশাপাশি রাজ্যের শাসকদলের তীব্র কটাক্ষও করেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে তীব্র জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর দুয়েক আগেই একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিজেকে মুসলিমদরদি প্রমান করতে গিয়ে গর্ব করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘গুজরাতে মুসলমানদের মধ্যে ৭০ টি জাতি এমন রয়েছে, যারা ওবিসি। আমি যখন গুজরাটে ছিলাম, তারা ওবিসি বিভাগে সুবিধা পেত’। কিন্তু বুধবারের হাইকোর্টর রায়ের পরই সেই প্রধানমন্ত্রীর গলাতেই শোনা গেল উলটপুরাণ! ভোটের রাজনীতি করতে গিয়েই একপ্রকার উল্টো গান গাইলেন প্রধানমন্ত্রী! কটাক্ষ করে অভিষেক বললেন, ‘মোদি জি নিজের কথাকেই নিজে বিরোধিতা করছেন’! প্রধানমন্ত্রী নিজেই যে ডাহা মিথ্যের আশ্রয় নিচ্ছেন তা প্রমাণ করে দিলেন অভিষেক।

 

বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০১০ সাল পরবর্তী রাজ্য সরকারের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে গণ্য হবে। ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র বৈধ। তবে ২০১০ পরবর্তী অর্থাৎ ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে। তার ফলে বাতিল হচ্ছে ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। এর রায় আসার পরেই ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই।

ওবিসি বাতিল নিয়ে আগেই এদিনই শালবনির সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির অঙ্গুলিহেলনেই এই পরিস্থিতি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ OBC সংরক্ষণ বাতিল করে দিয়েছে। ক্ষমতায় আসার আগেই এই রূপ, আসার পরে কী হবে, তা হলে ভাবুন!“

অন্যদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায়কে না মানার কথা জানিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না।  যে-ই রায় দিয়ে থাকুন। বিজেপির রায় এটা। আমরা মানি না।”

আরও পড়ুন- ভোটের ডিউটি পাওয়ায় লাইভে এসে কান্নাকাটি! ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা মহিলা পুলিশকর্মীর

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version