Friday, November 14, 2025

মথুরাপুরে বড় ব্যবধানে জয়ের বার্তা অভিষেকের, বৃষ্টিতে ব্যারিকেড সরিয়ে শেডে আনলেন জনতাকে

Date:

ডায়মন্ড হারবারের পাশের কেন্দ্র মথুরাপুর। সেখানে দলীয় প্রার্থী বাপী হালদারের সমর্থনে প্রচারসভা থেকে বড় জয়ের ব্যবধানের বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, ভাঙড়ের পরে মগরাহাটে সভা করেন অভিষেক। আর সেখান থেকেই বিজেপিকে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বলেন, এজেন্সি দিয়ে শুধু তাঁকে নয়, তাঁর স্ত্রী, বাবা, মাকে হেনস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তিনি মাথা নত করেননি। দিল্লি গিয়ে বাংলার দাবি আদায়ে লড়াই করেছেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, দেশের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা উন্নয়নের নিরিখে দেশে মডেল। অভিষেক বার্তা দেন, তৃণমূল প্রার্থী বাপী হালদারকে জেতালে মথুরাপুরের উন্নয়নের দায়িত্ব তিনি কাঁধে নিচ্ছেন। ডায়মন্ড হারবার মডেলেই সেখানেও উন্নয়ন হবে। সভা থেকে সংরক্ষণ ইস্যুতে বিজেপিকে নিশানা করেন অভিষেক। বলেন, গরিব মানুষের অধিকার খর্ব করার ষড়যন্ত্র চলছে। আগামী সাতদিন তিনি দক্ষিণ চব্বিশ পরগনাতেই থাকবেন বলে জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সভাপ মধ্যেই বৃষ্টি এসে যায়। নিজের নিরাপত্তার বেষ্টনী সরিয়ে সভায় যাঁরা ভিজছিল তাঁদের সেই বলয়ের মধ্যে নিয়ে আসেন অভিষেক। বলেন, ভিজবেন না। এখনও সাতদিন আছে। সবাইকে সুস্থ থাকতে হবে। সভামঞ্চে রব ওঠে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।






Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version