Monday, November 17, 2025

তারকা মিডফিল্ডারকে ছাড়ছে মোহনবাগান, কিয়ান এবার চেন্নাইয়ানে : সূত্র

Date:

শেষ হয়েছে ২০২৩-২৪ মরশুম। ইতিমধ্যে আসন্ন মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে সব দল। আর এবার জানা যাচ্ছে, মোহনবাগানের তারকা মিডফিল্ডার হুগো বৌমোসকে প্রস্তাব দিল ওড়িশা এফসি । গত মরশুমে দলে থাকলেও জনি কাউকো দলের সঙ্গে যোগ দেওয়ার পর হুগোকে আনরেজিস্টার করার সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট।

মনে করা হয়েছিল, সামনেই এএফসি কাপের ম্যাচ। সেই কারণে মোহনবাগান তাঁকে রেখে দিতে পারে। পাশাপাশি তাঁর সঙ্গে চুক্তিও রয়েছে সবুজ-মেরুন ক্লাবের। আর এর মধ্যেই নতুন মরশুমের দল গড়তে নেমে ভরসাযোগ্য মিডফিল্ডারকে সই করাতে চাইছে ওড়িশা এফসি। গত মরশুমে যদিও খুব বেশি ভাল খেলতে পারেননি হুগো। পাশাপাশি সুপার কাপেও দলকে ভরসা দিতে পারেননি তিনি। সেই কারণে আন্তনিও লোপেজ হাবাস আসার পর তাঁকে সরে যেতে হয়। ফরাসি এই মিডফিল্ডারের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে সবুজ-মেরুনের তবে ওড়িশা এফসি তাঁকে নিতে চাইলে অল্প ট্রান্সফার ফিতে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। এর আগে মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার হয়েও খেলেছেন তিনি।

এদিকে হামতে এবং কিয়ান নাসিরিকে ছেড়ে দিল মোহনবাগান। জানা যাচ্ছে, চেন্নাইয়ান এফসিতে যোগ দিতে চলেছেন কিয়ান। এই মরসুমে সেভাবে খেলার সুযোগ পাননি কিয়ান । আর তাই চেন্নাইয়ান এফসিতে সই করতে চলেছেন তরুণ স্ট্রাইকার। মোহনবাগানের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন কিয়ান।

গত মরসুমেও দারুণ ফুটবল খেলেছে মোহনবাগান। শুরুতে ডুরান্ড কাপ জেতার পর, সুপার কাপ জিততে না পারলেও আইএসএল লিগ শিল্ড জিতে নেয় হাবাসের দল। তবে আইএসএল ফাইনাল জেতা হয়নি তাদের। এবার এএফসি কাপেও খেলবে তারা। সেখানে ভারতের মান রাখার দায়িত্ব সবুজ-মেরুনের।

আরও পড়ুন- রাজস্থানের কাছে ম্যাচ হারতেই লজ্জার নজির গড়ল আরসিবি

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version