কেকেআরের ফাইনাল ম্যাচে মাঠে থাকা নিয়ে সংশয়!কেমন আছেন শাহরুখ?

ডিহাইড্রেশনের সমস্যায় কাবু বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। বুধবার দুপুরে আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষার পর অবশ্য তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। কিং খানের ঘনিষ্ঠ মহল বলছে, আসলে শাহরুখ (Shahrukh Khan) নিজেই হাসপাতালে থাকতে চাননি। রবিবারে কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বেশ উত্তেজিত। তাই দ্রুত সুস্থ হতে বাড়িতে বিশ্রাম নিতে চেয়েছিলেন তিনি। তবে এতকিছুর পরেও আদৌ কি রবিবার মাঠে উপস্থিত থাকতে পারবেন কেকেআর কর্তা? উত্তর দিলেন জুহি চাওলা (Juhi Chawla)।

শাহরুখ খান এবং জুহি চাওলা দুজনেই যৌথভাবে কলকাতার নাইট রাইডার্স দলের মালিকানার অংশীদার। এবারের আইপিএল (IPL 2024) সিরিজে প্রথমদিকে কলকাতার ম্যাচে জুহিকে সেভাবে দেখা যায়নি। যদিও শাহরুখ বেশিরভাগ খেলাতেই স্টেডিয়ামে উপস্থিত থেকে দলকে উৎসাহ দিয়েছেন। তবে শেষ দুটো ম্যাচে জুহি চাওলাকেও গ্যালারিতে দেখা গেছে। SRK আর জুহির ব্যক্তিগত সম্পর্ক বহুদিনের। প্রিয় বন্ধুর অসুস্থতার খবরে উদ্বিগ্ন নায়িকা এবার সুখবর দিলেন ফ্যানেদের। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। রবিবার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন।” কেকেআর মালকিনের এই বক্তব্য সামনে আসতেই স্বস্তিতে শাহরুখ ফ্যানেরা।

 

Previous articleকানপুরে চিকিৎসকের নাবালক পুত্রের গাড়ির ধা.ক্কায় বেঘোরে প্রা.ণ গেল চারজনের
Next articleভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব এসেছিল আইপিএল-এর এই দলের কোচের কাছে