বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কা! হরিয়ানার পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ফের হরিয়ানায় (Hariyana) ভয়াবহ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল সাত জনের, আহত কমপক্ষে ২৫ জন। বৃহস্পতিবার গভীর রাতে হরিয়ানার অম্বালায় (Ambala) ঘটে দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন ৬০ যাত্রীকে নিয়ে অম্বালা-দিল্লি-জম্মু জাতীয় সড়ক ধরে যাচ্ছিল বাসটি। কিন্তু হরিয়ানার কুণ্ডলী-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে ঢোকার ঠিক দু’কিলোমিটার আগে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ একেবারে দুমড়েমুচড়ে যায়। ইতিমধ্যে আহতদের অম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন বাসটির ভিতরে থাকা যাত্রীরা প্রত্যেকেই পাঞ্জাবের হোসিয়ারপুর এবং লুধিয়ানার বাসিন্দা। তাঁরা মথুরা এবং বৃন্দাবন ঘুরে এদিন বাড়ি ফিরছিলেন তাঁরা। ইতিমধ্যে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এদিকে হাসপাতাল সূত্রে খবর, আপাতত আহতদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআলাদা করা হয়েছিল হাড়-মাংস! বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য CID-র হাতে