মোদির না কি জৈবিকভাবে জন্ম হয়নি! প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তাঁকে তীব্র খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, রায়দিঘির সভা থেকে এই প্রসঙ্গে মোদিকে ধুয়ে দেন মমতা। বলেন, ওনার না কি বায়োলজিকাল জন্ম নয়। বাবা-মা কেউ নেই! আকাশ থেকে এসেছেন উনি। এরপরেই মমতা বলেন, দেবতা হলে মন্দিরে থাকুন, পুজোর ব্যবস্থা করব। দেশ বিক্রি করতে দেব না। 
রায়দিঘির প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ করে মমতা (Mamata Bandopadhyay) বলেন, “প্রভু জগন্নাথও নাকি মোদিবাবুর ভক্ত ছিলেন! উনি তো তাহলে মহান ঈশ্বর! তা হলে আপনার মন্দির তৈরি করে দেব। সেখানে তোমার একটা ছবি রাখব। পুরোহিত রেখে দেব। তুলসী, ধূপ দেব৷ রোজ ধোকলা, প্রসাদ দেব। খাও-দাও আর সেখানেই বসে থাকো। দেশটাকে বিক্রি করতে হবে না।”