Thursday, November 6, 2025

ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিককে খুন ইজরায়েলি সেনার! মোদিকে চিঠি প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর

Date:

ভারতীয় সেনার (Indian Army) প্রাক্তন আধিকারিককে খুনের অভিযোগ ইজরায়েলি সেনার (Israel Army) বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা (Md Mustafa)। গত ২০ মে ওই চিঠিতে মুস্তাফা লিখেছেন, ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইজরায়েলি গণহত্যার এক অংশ ছাড়া কিছুই নয়। এদিকে প্রাক্তন কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও।

গাজার সাধারণ মানুষের উপর মানবাধিকার বিরোধী অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। মুহুর্মুহু সেই বোমাবর্ষণের জেরেই চলতি মাসে গাজায় মৃত্যু হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভবের। পাশাপাশি রাষ্ট্রসংঘের ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইজরায়েলি হানায় রাষ্ট্রসংঘের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক কর্মী। এদিকে কর্নেল বৈভবের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমরা সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি।

৪৬ বছর বয়সি কর্নেল বৈভব নাগপুরের বাসিন্দা। ১৯৯৮ সাল তিনি সেনায় যোগ দেন। ১১ নং জম্মু এবং কাশ্মীর রাইফেলসে অন্যতম সদস্য ছিলেন। এক সময় সিয়াচেনে কঠিন প্রাকৃতিক পরিবেশে সীমান্তরক্ষার দায়িত্বে ছিলেন তিনি। পরে অবসরগ্ৰহণের পর রাষ্ট্রসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যোগ দেন। আর তার মধ্যেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা।

Related articles

হাসপাতালে স্থিতিশীল জিতু, বুধের রাতেই হঠাৎ অসুস্থ সৌমিতৃষা!

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কামাল (Actor Jeetu Kamal)আপাতত স্থিতিশীল। ৫ নভেম্বর ধান্যকুড়িয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti...

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...
Exit mobile version