ভারতীয় সেনার (Indian Army) প্রাক্তন আধিকারিককে খুনের অভিযোগ ইজরায়েলি সেনার (Israel Army) বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা (Md Mustafa)। গত ২০ মে ওই চিঠিতে মুস্তাফা লিখেছেন, ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইজরায়েলি গণহত্যার এক অংশ ছাড়া কিছুই নয়। এদিকে প্রাক্তন কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও।
গাজার সাধারণ মানুষের উপর মানবাধিকার বিরোধী অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। মুহুর্মুহু সেই বোমাবর্ষণের জেরেই চলতি মাসে গাজায় মৃত্যু হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভবের। পাশাপাশি রাষ্ট্রসংঘের ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইজরায়েলি হানায় রাষ্ট্রসংঘের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক কর্মী। এদিকে কর্নেল বৈভবের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমরা সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি।
