আইপিএল-এর ফাইনালে নামার আগে বোর্ড কর্তাদের একহাত শ্রেয়সের, কী বললেন তিনি?

আগামিকাল আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট্রয়ডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর সেখানেই নাম না করে বিসিসিআই কর্তাদের এক হাত নেন তিনি। মুখ খোলেন তাঁর চোট নিয়ে। শ্রেয়স বলেন , চোট নিয়ে খেলতে বাধ্য করা হযেছিল।

শনিবার শ্রেয়সকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপের পর থেকে পিঠের সমস্যা নিয়ে। তখন শ্রেয়স বলেন, “বিশ্বকাপের পর আমার সমস্যা হচ্ছিল। কিন্তু সেই সমস্যা হচ্ছিল দীর্ঘ ফর্ম্যাটে খেলার সময়। কিন্তু আমি সেই সমস্যার কথা যখন বলেছি, কেউ মানতে চায়নি।” এখানেই না থেমে শ্রেয়স আরও বলেন,” লড়াইটা আমার নিজের সঙ্গেও। আইপিএল যখন এল আমি চাইছিলাম নিজের সেরাটা দিতে। সব পরিকল্পনা ছিল সেই নিয়েই। নিজেদের সেরাটা বার করে আনাই ছিল আমাদের লক্ষ্য। সেটা করতে পারলেই আমরা ভাল জায়গায় থাকব বলে বিশ্বাস ছিল, এখন সেটাই আছি।”

ঘরোয়া ক্রিকেট খেলছিলেন না বলে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়সকে। সেই সময় রঞ্জি চলছিল। কিন্তু পিঠে ব্যথা রয়েছে বলে খেলতে চাইছিলেন না শ্রেয়স। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সেই সময় জানিয়েছিল যে শ্রেয়স সম্পূর্ণ সুস্থ। কিন্তু এত দিন পর শ্রেয়সের দাবি, তাঁর চোটের কথা কেউ মানতেই চাননি।

আরও পড়ুন- আগামিকাল আইপিএল ফাইনালে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? ম্যাচ ভেস্তে গেলে থাকছে রির্জাভ ডে?