মেদিনীপুরে জুন-জওয়ান তুমুল বচসা! বাহিনীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূল প্রার্থীর

চলতি লোকসভা নির্বাচনে আজ, শনিবার সকাল থেকে চলছে রাজ্যের ৮টি আসনে। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র মেদিনীপুর। এখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে লড়ছেন তৃণমূলের জুন মালিয়া। জমজমাট এই লড়াইয়ের চূড়ান্ত পর্বে আজ ভোটের দিন সকাল সকাল মেদিনীপুর বটতলা চক কালী মন্দিরের পুজো দিয়ে বুথ পরিদর্শন শুরু করেন তৃণমূল প্রার্থী জুন।

একটি বুথে তৃণমূল প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। ওই জওয়ানকে প্রথমে সতর্ক করেন জুন মালিয়া, পরে হাত জোড় করে বলেন, “মেদিনীপুরে এই ভুল করবেন না।” জুনের অভিযোগ, ওই জওয়ান বিজেপিতে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছিলেন ভোটারদের। ঘটনা মেদিনীপুর কলেজিয়েট স্কুল।

জুনের দাবি, ভোট দিতে আসা বৃদ্ধ ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছিলেন ওই জওয়ান। জেনেই ক্ষোভে ফেটে পড়েন জুন।

আরও পড়ুন- কখনও বাইক কখনও টোটো, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যতিক্রমী তৃণমূল প্রার্থী দেব

 

Previous articleকখনও বাইক কখনও টোটো, ভোটকেন্দ্র পরিদর্শনে ব্যতিক্রমী তৃণমূল প্রার্থী দেব
Next articleসাইক্লোন রেমাল সতর্কতায় বাতিল ট্রেন, প্রস্তুতি বিমানবন্দরেও