তিরন্দাজিতে নজির ভারতীয় মেয়েদের, বিশ্বকাপে টানা তৃতীয়বার সোনা জিতলেন জ্যোতি-পরনীত-অদিতিরা

চলতি বিশ্বকাপে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা।

তিরন্দাজিতে নজির ভারতীয় মেয়েদের। তিরন্দাজি বিশ্বকাপে টানা তৃতীয়বার সোনা জিতল ভারতের মহিলা কমপাউন্ড দল। এবার দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনালে তুরস্ককে ২৩২-২২৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা বেনম, পরনীত কৌর এবং অদিতি স্বামী। তুরস্কের দলে ছিলেন হাজাল বরুন, আয়েসা বেরা সুজের এবং বেগম যুবা। ভারতের মেয়েরা প্রাধান্য বজায় রেখে সোনা জিতে নেয়। জ্যোতি, পরনীত ও অদিতির সামনে দাঁড়াতেই পারেননি তাঁরা।

চলতি বিশ্বকাপে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন ভারতীয় মেয়েরা। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তাঁরা। এরপর কোয়ার্টার ফাইনালে বাই পায় ভারতীয় দল। সেমিফাইনালে আমেরিকাকে ২৩৩-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন জ্যোতি, পরনীত, অদিতিরা। তারপর ফাইনালে তুরস্ককে ৬ পয়েন্টে ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল তাঁরা।

ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এমন সাফল্য এই প্রথম। সোনা জেতার সুযোগ রয়েছে মিক্সড ডাবলসেও। তবে মেয়েরা সাফল্য পেলেও বিশ্বের এক নম্বর ভারতীয় পুরুষ কমপাউন্ড দলকে এবার পদকহীন থাকতে হল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তারা হেরে গিয়েছে।

আরও পড়ুন- সুনীলের শেষ ম্যাচে সমর্থকদের পাশে চাইছেন ইগর স্টিম্যাচ

Previous articleচাকরিজীবীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা শোনালেন এলন মাস্ক!
Next articleঅলৌকিক ক্রিয়াকর্মকে স্বীকৃতি! সহস্রাব্দের ‘প্রথম সন্ত’ ইতালির কিশোর