২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারালো শ্রেয়স আইয়রের দল। এই জয়ের ফলে ৯ বছর পর ফের আইপিএল-এর ট্রফি ঢুকলো কেকেআরের ঘরে। শেষবার ২০১৪ সালে গৌতম গম্ভীরের হাত ধরে ট্রফি জয় করেছিল কলকাতা। সেই গম্ভীরের হাতের ছোঁয়ায় ফের আইপিএলের ট্রফি ঢুকলো কেকেআর শিবিরে।

নাইটদের জয়ে তাদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে।আইপিএলের এই মরসুমে রেকর্ড ভাঙার পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, সহায়তা কর্মী এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম মনোমুগ্ধকর বিজয় কামনা করছি!

Kolkata Knight Riders’ win has brought about an air of celebration all across Bengal.
I would like to personally congratulate the players, the support staff and the franchise for their record breaking performance in this season of the IPL.
Wishing for more such enchanting…
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2024
নাইটদের অভিনন্দন জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, গোল্ড এন্ড পার্পলে ছেলেরা আবার এটা করে দেখালো! অভিনন্দন খেলোয়াড়, কোচ, কারিগরি ও ব্যবস্থাপনা কর্মীদের। মাঠে এবং মাঠের বাইরে দেখানো প্রতিশ্রুতি সর্বত্র দর্শকদের মন জয় করেছে। করবো লড়বো জিতবো!

The boys in Gold & Purple have done it again!
Congratulations to the players, coaches, technical & management staff. The commitment shown both on and off the field has won the hearts of viewers everywhere.
Korbo Lorbo Jeetbo!
— Abhishek Banerjee (@abhishekaitc) May 26, 2024
ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনন্দন জানিয়েছেন কলকাতা নাইটা রাইডার্সকে। অভিনন্দন বার্তায় তিনি লেখেন, আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ, শাহরুখ খান, সকল কর্মকর্তা ও সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আবার প্রমাণিত কলকাতা তথা বাংলা সর্বক্ষেত্রেই ভারত সেরা।

আরও পড়ুন- আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!
