Friday, August 22, 2025

মমতা ম্যাজিকে বৃষ্টিভেজা কলকাতায় উপচে পড়া ভিড়, বেলেঘাটা থেকে মানিকতলা পদযাত্রা

Date:

Share post:

কখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কখনও জো বোলে সো নিহাল। শহর কলকাতার বুকে সব ধর্ম থেকে বর্ণের মানুষের উপচে পড়া ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায়। নির্বাচনী আবহে গোটা রাজ্যের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ভোট প্রচারে হেঁটে হেঁটে জনসংযোগ করার পর সোমবার তিলোত্তমার বুকে হাঁটলেন তৃণমূল নেত্রী। আর রামেল আতঙ্ক কাটিয়ে যেন সেই কাঙ্খিত দিনের অপেক্ষাতেই বসেছিলেন কলকাতা উত্তর কেন্দ্রের মানুষ। বেলেঘাটার গান্ধীভবন থেকে মানিকতলা পর্যন্ত সন্ধ্যায় উপচে পড়ল মমতাকে দেখার ভিড়।

বর্ষীয়ান সাংসদ তখা কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার সন্ধ্যায় পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় প্রার্থী সুদীপের সঙ্গে হাঁটেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক স্বর্ণকমল সাহা। মাঝরাস্তায় পরেশ পাল অসুস্থ বোধ করলে মমতাকে দেখা যায় তাঁর হাত ধরে নিয়ে এগিয়ে চলতে, যেভাবে তিনি রাজ্যের সব মানুষের হাত ধরে এগিয়ে নিয়ে আসার কাজ করেন।

কলকাতা উত্তরের বৃষ্টিভেজা রাস্তায় নিজের স্বভাবসিদ্ধ গতিতে এগিয়ে চলেন মমতা। পিছনে শোভাযাত্রা করে শিল্পীদের দল। কখনও রাস্তার পাশ থেকে মহিলারা উলুধ্বনি দেন, কখনও জয় বাংলা স্লোগান। পদযাত্রা শেষে মমতা সকলকে এই দুর্যোগের মধ্যেও পদযাত্রায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই কয়দিনে কয়েকশো কিলোমিটার আমি হেঁটে ফেলেছি। আমার সবথেকে ভালো লেগেছে বেলেঘাটা থেকে মানিকতলা পর্যন্ত রাস্তাটা মনীষীদের মূর্তি দিয়ে সাজানো হয়েছে, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। এটা একটা দর্শনীয় জিনিস।”

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...