Thursday, August 21, 2025

অভিযোগ ছিল গুরুতর! তাঁর গ্রেফতারিতে শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে আদালত তাঁকে ছেড়ে দিতে বাধ্য হল। ডেরা সাচ্চা সৌধার প্রধান গুরমিত রাম রহিম সিংকে মুক্তি দিল আদালত। ম্যানেজার রঞ্জিত সিং হত্যা মামলায় রাম রহিম-সহ অভিযুক্ত আরও ৪ জনকে মুক্তি দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। নিম্ন আদালত গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাম রহিম।

এই মামলার অন্য অভিযুক্তরা হলেন অবতার সিং, কৃষাণ লাল, জসবীর সিং এবং সাবদিল সিং। অভিযুক্তদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। ২০১৯ সালে, গুরমিত রাম রহিমকে পঞ্চকুলার সিবিআই আদালত একটি ধর্ষণের মামলায় এবং একজন সাংবাদিক এবং প্রাক্তন ডেরা ম্যানেজার রঞ্জিত সিংয়ের হত্যার সঙ্গে সম্পর্কিত দুটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছিল। ১৮ অক্টোবর, ২০২১-এ, আদালত এই মামলায় রাম রহিম এবং অন্য চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

ডেরা প্রধান পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। তবে ধর্ষণ মামলা ও সাংবাদিক হত্যা মামলায় তাঁর আর্জি এখনও বিচারাধীন। রাম রহিম বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে বন্দী। বর্তমানে দুই শিষ্যকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছে। ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং ২০০২ সালে খুন হন। সিবিআই চার্জশিট অনুসারে, রাম রহিম সন্দেহ করেছিলেন যে ডেরা প্রধানের যৌন নির্যাতনের সমস্ত ঘটনা নিয়ে যে চিঠি প্রকাশ্যে এসেছিল তার পিছনে রঞ্জিত সিংয়ের হাত ছিল।

সিবিআই আদালত বলেছিল যে চিঠি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন রাম রহিম এবং তারপরই বাকি অভিযুক্তদের সঙ্গে রঞ্জিতকে মারার পরিকল্পনা করেন। সম্প্রতি, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রাম রহিমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে এবং হরিয়ানা সরকারকে অনুমতি ছাড়া তাঁকে আর প্যারোল দেওয়ার বিষয়ে বিবেচনা না করতে বলে।

আরও পড়ুন- মামলা শুনল না অবসরকালীন বেঞ্চ, ২জুন কী জেলে যাবেন কেজরিওয়াল?

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version