মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা। বারুইপুরের সাগর সংঘের মাঠে রাতারাতি মঞ্চ তৈরি করা হয় তৃণমূল নেত্রীর সভার জন্য। সেইমতো এদিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে সভা করলেন মমতা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ভিড়ের নিরিখে মোদিকে টেক্কা দেওয়ার যে চ্যালেঞ্জ ছিল, তা অনায়াসে পার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বারুইপুরে মমতার সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যা ২৪ ঘণ্টা আগে মোদির সভায় দেখা যায়নি। কাতারে কাতারে মহিলারা এদিন ভিড় করেন তৃণমূলের সভায়। যা দেখে আপ্লুত খোদ দলনেত্রী।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মহিলাদের এই জমায়েতের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ম্যাজিকের মতো কাজ করেছে। তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়।


অন্যদিকে, এই সভা থেকেও বিজেপির লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দেওয়া নিয়ে হুঁশিয়ারির জবাব দিলেন তৃণমূল নেত্রী। জানালেন, তিনি থাকতে লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। তাঁর এমন বক্তব্য শুনে সভাস্থল হাততালিতে ফেটে পড়ে।
