Tuesday, November 4, 2025

জয়ের ব্যবধানের রেকর্ড করবে ডায়মন্ড হারবার, ফলতার মার্জিন বাঁধলেন অভিষেক

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Last day of Loksabha Election campaign) প্রচারের শেষ দিনে প্রথম রোড শোতেই ভিড়ের রেকর্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সকালে ফলতার জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত বর্ণাঢ্য রোড শো শেষে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি ফলতায় জয়ের ব্যবধান বেধে দিলেন ডায়মন্ড হারবারে প্রার্থী। অভিষেক বলেন, যদি উন্নয়নের নিরিখে ডায়মন্ড হারবার (Diamond Harbour) মডেল দেশের মধ্যে এক নম্বর হতে পারে তাহলে কেন জয়ের ব্যবধানে সেই রেকর্ড অব্যাহত থাকবে না? এরপর তিনি বলেন, ফলতা থেকে এই মার্জিন ১ লক্ষ করতে হবে। অভিষেকের এই কথা বলার পরই উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়েন উপস্থিত জনতা। করতালি আর জয়োল্লাসে সকলেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যকে সমর্থন করেন।

এদিন জনসুনামি পেরিয়ে রোড শো শেষে অভিষেক বলেন, বিজেপি সরকারের মেয়াদ আগামী ৪ জুন শেষ হতে চলেছে। তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের উন্নয়নের জন্য টাকা দিচ্ছে আর বিজেপি সরকার সেই টাকা কেড়ে নিচ্ছে। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং মিড ডে মিলের টাকা আটকে রাখা কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মানসিকতাকে তুলোধোনা করেন অভিষেক। ফলতা বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় গত ১০ বছরের তৃণমূল সরকার কী কাজ করেছে তার পরিসংখ্যানও দেন তিনি। অভিষেক বলেন, ফতেপুর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তা তৈরি থেকে শুরু করে হালকা মথুরাপুর জলের কাজে উন্নয়ন। সবটাই হয়েছে এই সরকারের আমলে। পথশ্রী প্রকল্পে প্রায় ৩৫০ কোটি টাকার কাজ হয়েছে এখানে। মহামারীর সময় ডায়মন্ড হারবার মডেল ২১ টা কমিউনিটি কিচেন তৈরি করে ১৪ লক্ষ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে। এমনকি রেমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদেরও সরকারি বিধি নিয়ম মেনে মেনে এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত সাহায্য করা হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি।

বিজেপিকে টার্গেট করার পাশাপাশি এদিন সিপিএম কংগ্রেসকেও এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ” যেসব দলের নেতা-নেত্রীরা দিনরাত আমার বাপ বাপান্ত করছেন তাঁরা কেন ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ালেন না?” আসলে বাংলা তথা দেশের মানুষের কাছে এটা প্রমাণ হয়ে গেছে যে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ। তাই বাংলা বিরোধী দুর্বৃত্তদের বিসর্জন দিতে ডায়মন্ড হারবার সকলকে পথ দেখাবে। ৪ লক্ষ ভোটের মার্জিনে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য ‘আবদার’ করেন অভিষেক। ফলতা বিধানসভার জন্য টার্গেট দেন ১ লক্ষের ব্যবধান। এরপরই উচ্ছ্বসিত জনসমর্থন বুঝিয়ে দেয় রেকর্ড ভোটে জিতে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে নজির গড়তে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...