Saturday, November 15, 2025

শেষ মুহূর্তের প্রচারে উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে ঝড় তুললেন দেব

Date:

দেবকে নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ঝড় সৌগত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় শেষ দিনের প্রচারে জানিয়ে দেন, আর তিনি নির্বাচনে লড়াই করবেন না , কারণ তার বয়স হয়ে গিয়েছে । এটাই তার শেষ নির্বাচনের লড়াই। সাধারণ মানুষ যেন বরাবর যেভাবে তাকে আশীর্বাদ করেছিল সেভাবেই এবারেও তাকে জয়ী করে।

ভোট প্রচারের শেষ দিনে বরানগর বঙ্গলক্ষীর মোড় থেকে আলমবাজর পর্যন্ত ঘাটল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবকে নিয়ে প্রচার করলেন দমদম লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সৌগত রায় ও বরানগর উপনির্বাচন এর তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় তথা দমদম লোকসভা কেন্দ্রর বিভিন্ন বিধায়কদের উপর ভর করে এই নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন তিনি।কে কি বললো তাতে কি আসে যায়, সব ভোট তৃণমূলের। সেখানে শুভেন্দু অধিকারী কি বলল আর দিলীপ ঘোষ কি বলল কিংবা সিপিএম কি রটালো তা ফ্যাক্টর হবে না। সব ভোট এবার তৃণমূলে পড়বে বলে জানিয়ে দেন বর্ষীয়ান বিদায়ী সাংসদ সৌগত রায়। এদিন শেষ দিনের প্রচারে দেবকে দেখতে রাস্তায় জনতার ঢল নামে। দেব তার ভক্তদের অনুরোধ মেনে একাধিক লেখা ও ছবির উপর অটোগ্রাফ দেন। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের। সাদা নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয় প্রচারের গাড়ি গুলিকে।এদিন দেব বারাসাতের প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের হয়েও প্রচার করেন। বৃহস্পতিবার বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে প্রচার করেন দেব। বসিরহাট প্রান্তিক ময়দানে ছিল জনসভা। তারকাকে দেখতে উপচে পড়েছিল ভিড়।
দেব বলেন, “আপনার যাকে খুশি ভোট দিতে পারেন। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করলে শুধু পাড়ায় পাড়ায় মন্দির হবে। স্কুল, কলেজ, হাসপাতাল হবে না। তাই এইসব আমাদেরই রুখতে হবে। সঠিক দলকে ভোট দিয়ে দেশকে বাঁচাতে হবে।”

শুভেন্দু অধিকারীকে নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, “যখন কোন রাজনৈতিক দল দিশা খুঁজে পায় না, তখন অন্য দলকে আক্রমণ করে, উল্টোপাল্টা বলে।”

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version