পুরীর জগন্নাথ দেবের চন্দনযাত্রায় অগ্নিকাণ্ড, বাজি দুর্ঘটনায় আহত ২৫!

শ্রীক্ষেত্রে মর্মান্তিক দুর্ঘটনা, জগন্নাথ দেবের চন্দন যাত্রায় বাজির স্তূপে (Fireworks explosion accident in Puri) আগুন লেগে আহত অন্তত ২৫ জন! চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা (Chandan Yatra of Lord Jagannath) উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুড়িয়ে আনন্দ করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।

সূত্রের খবর জগন্নাথের চন্দন যাত্রা উপলক্ষ্যে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল। সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৫ জন আহত হওয়ার খবর মিলেছে। দ্রুত তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও পর্যন্ত কারোর প্রাণহানি হয়নি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnayak)।


 

Previous articleঅভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিশ পাঠিয়ে তলব ইডির!
Next articleআর্দ্রতাজনিত অস্বস্তিতে নাভিশ্বাস বঙ্গবাসীর, সপ্তাহ শেষে সুখবর!