সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী স্ত্রী, রক্ত দিয়ে নাম লিখে চরম সিদ্ধান্ত স্বামীর! 

সম্পর্কের টানাপোড়েনের জেরে দিনকয়েক আগেই আত্মঘাতী হয়েছিলেন স্ত্রী (Wife)। এবার স্ত্রীর ছবি বুকে নিয়ে আত্মহত্যা করলেন স্বামী (Husband)। রক্ত দিয়ে লিখে গেলেন স্ত্রীর নাম। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের দৌলতাবাদে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রণব চক্রবর্তী।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ প্রণয়ের পর সাগরপাড়ার নূপুর চক্রবর্তীকে বিয়ে করেছিলেন দৌলতাবাদের বাসিন্দা প্রণব। তবে বিয়ের আগে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নুপুরের। একথা জানাজানি হতেই শুরু হয় ঝামেলা। মনোমালিন্যর কারণে গত মঙ্গলবার শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নূপুর। সুইসাইড নোটে লিখে গিয়েছিলেন নিজের ভুলের কথা। মা-বাবার উদ্দেশে বলেছিলেন, স্বামী ও শ্বশুর-শাশুড়িকে দোষ না দিয়ে মিলেমিশে শেষকৃত্য করতে। এবার স্ত্রীর শোকেই চরম সিদ্ধান্ত নিলেন প্রণব। বৃহস্পতিবার সকালে বাড়িতে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন তাঁর মা পূর্ণিমা চক্রবর্তী।

প্রণবের মা জানান, ঘরে ঢুকে দেখি দেওয়ালে রক্ত দিয়ে লেখা, “নূপুর আমার জীবন।” তিনি আরও বলেন, বুধবার বউমার সৎকার সেরে তিনি আর নিজের বাড়িতে ঢোকেননি। পাড়ার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এদিকে বউমার মৃত্যুর পর তাঁর ছেলে প্রণব নিখোঁজ হয়ে যায়। মৃতের বাবা রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তাঁর ছেলে স্ত্রীকে খুব ভালোসতেন। নূপুর যেদিন আত্মহত্যা করে সেদিন প্রণবও আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু বাড়ির লোক দেখে ফেলায় প্রণব বেঁচে যায়। এর পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল প্রণব। মঙ্গলবার হাসপাতাল ছেড়ে পালায় সে। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে ঢুকে আত্মহত্যা করে সে।