Sunday, August 24, 2025

চুরির অপবাদে কিশোরের মৃত্যুকে ঘিরে ভোটের আগে ফের তুমুল উত্তেজনা ছড়াল বারুইপুরের (Baruipur )উত্তরভাগে। বৃহস্পতিবার রাতে মৃত পড়ুয়ার দেহ আশ্রম চত্বরে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পরিস্থিতি সামাল দিতে বারুইপুর থানার (Baruipur Police Station) বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। শুক্রবার সকালেও আশ্রম চত্বরে বিক্ষোভের খবর মিলেছে।

আশ্রম থেকে চুরির অপবাদ দিয়ে কিশোরকে পেটানো ও পরে মৃত্যুর অভিযোগ ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বারুইপুর। মামার বাড়িতে বেড়াতে এসে ক্লাস সেভেনের ছাত্র পবিত্র সর্দারের (Pabitra Sardar) মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। কিশোরের মামার বাড়ির পাশের একটি আশ্রমের চুরির ঘটনায় পবিত্রকে মারধর করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সেই বিষয়টি ঢাকতেই এই অপবাদ দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এই ঘটনায় মূল অভিযুক্তকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।


 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version