Thursday, August 21, 2025

তাপপ্রবাহে মৃত ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ জওয়ান! বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

গত ৪৮ ঘণ্টায় যেভাবে বেড়েছে গোটা উত্তর ভারতের তাপমাত্রা তাতে কোথাও স্কুল ছুটি, কোথাও জলের জন্য হাহাকার দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে গোদের উপর বিষ ফোঁড়ার মতো চলছে নির্বাচন প্রক্রিয়া। দীর্ঘ লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ দফায় এসে পৌঁছালেও তারই মধ্যে গরমের প্রভাবে প্রাণ গেল ভোট কর্মী থেকে ভোটের নিরাপত্তায় আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। শুক্রবার দুপুরে মর্মান্তিক মৃত্যু হল একসঙ্গে ৬ জওয়ানের। একাধিক রাজ্যে তাপপ্রবাহের জেরে পরিস্থিতির আরও অবনতি হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

শুক্রবার সবথেকে বেশি তাপমাত্রা ছিল মহারাষ্ট্রের নাগপুরে। নাগপুর শহরের রামদশপেঠ এলাকায় তাপমাত্রার পারদ চড়ে ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। নাগপুরেরই অন্য একটি আবহাওয়া কেন্দ্রে পারদ সর্বোচ্চ চড়ে ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবারের পরে শনিবারও পঞ্জাব, হরিয়ানা ও দিল্লির কিছু অংশের পাশাপাশি ওড়িশায় তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে। তবে ২ জুন থেকে তাপপ্রবাহ কমার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই শুক্রবার কেরালা ও উত্তর-পূর্ব ভারতের পরে বাংলাতেও বর্ষা প্রবেশ করেছে।

তবে তার আগেই প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। শুধুমাত্র বিহার গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এর মধ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আট কর্মকর্তাও রয়েছেন। ওড়িশায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়াও ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশেও মৃত্যু হয়েছে অনেকের। শুক্রবার দুপুরে উত্তর প্রদেশের মির্জাপুরে নির্বাচনে নিরাপত্তা দিতে আসা কেন্দ্রীয় বাহিনীর ২৩ জওয়ান অসুস্থ হয়ে পড়েন। তাপপ্রবাহের কারণে প্রবল জ্বরে মৃত্যু হয় ৬ জনের। ২ জনের অবস্থা এখনও গুরুতর। যদিও বেসরকারি সূত্রে দাবি ৭ জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে সোনভদ্রতে এদিন দুপুরে মৃত্যু হয়েছে ২ ভোটকর্মীর। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৬৪।

spot_img

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...