Thursday, August 28, 2025

অনুশীলনে নেমেই অসন্তুষ্ট টিম ইন্ডিয়া, পরিকাঠামো নিয়ে অখুশি নন ভারতীয় দলের কোচ

Date:

২ জুন থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আর ৫ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। তারই প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। বুধবার থেকে চলছে অনুশীলন। তবে জানা যাচ্ছে, অনুশীলনের নেমে পরিকাঠামো নিয়ে খুশি নয় টিম ইন্ডিয়া। খুব সাধারণ মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে অভিযোগ রাহুল দ্রাবিড়দের। ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করার পরই টিম ইন্ডিয়ার কোচের উপলব্ধি পরিকাঠামো গড়পরতা। পিচ থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা সব কিছুই মেক শিফট। এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি আমেরিকায়। যদিও আয়োজকদের তরফে বলা হয়েছে , কোন অভিযোগ জমা পড়েনি।

এই নিয়ে আইসিসি-র তরফে বলা হয়েছে, “কোনও অভিযোগ জমা পড়েনি। কোনও দলের পক্ষ থেকেই ক্যান্টিয়াগু পার্কের ব্যবস্থা নিয়ে অভিযোগ করা হয়নি।“ এবারের টি-২০ বিশ্বকাপের আয়োজক আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ম্যাচগুলি আমেরিকায়। তাই সেখানেই অনুশীলন করছেন রোহিতেরা। জানা গিয়েছে যে, ভারতীয় দল সেখানকার পিচ নিয়ে খুশি নয়। অভিযোগ, পিচ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা সব কিছুই অস্থায়ী। যার মানও খুব ভাল নয়। সেই কারণেই ভারতীয় দল অভিযোগ করেছে।

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ১২ জুন আমেরিকার সঙ্গে খেলবেন রোহিতরা। এবং কানাডার বিরুদ্ধে খেলবে ১৫ জুন।

আরও পড়ুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version