শেষপর্বের ভোটপ্রচারে তৃণমূলের গড়ে, যেখানে কংগ্রেসের (Congress) জয়ের সম্ভাবনা নেই, সেখানে হঠাৎ কংগ্রেসের এত রমরমা কেন? চোখে লাগার মত এই প্রশ্ন হঠাৎ সামনে চলে এসেছে। কংগ্রেস, সিপিএমের (CPIM) রাতারাতি পতাকা, ব্যানার, সভা বেড়ে গিয়েছে। কংগ্রেস একটি ফর্ম বিলি করছে। রটছে, এটা নাকি ভোটের পর ইন্ডিয়া সরকার এলে টাকা পাওয়ার রেজিস্ট্রেশন। সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের (Congress) প্রচার হঠাৎ বেড়েছে। সূত্রের খবর, কংগ্রেস প্রচুর খরচ করছে। আবার অন্য একটি শিবির বলছে, বিজেপিই নাকি কংগ্রেসকে চাঙ্গা করে দিচ্ছে ভোট কাটানোর স্বার্থে।
img class=”alignnone size-full wp-image-669713″ src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2024/05/08184856/WhatsApp-Image-2024-05-08-at-18.47.58.jpeg” alt=”” width=”958″ height=”1600″ />