Saturday, August 23, 2025

মাছ কিনতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ওপার বাংলার কুমিল্লা জেলার দোলখা গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ মিলন। স্বজনরা ধরেই নিয়েছিল খুন হয়েছে পরিবারের ছোট ছেলে। কিন্তু চার বছর পর অপ্রত্যাশিত ভাবে ছেলেকে খুঁজে পেয়ে হ্যাম রেডিওর কাছে কৃতজ্ঞ মিলনের পরিবার।

রেমালের রাতে নামখানা ও বকখালীর মাঝে সাসমোল বাধে বসে ছিলেন মিলন। সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবক অনুপ সাসমল ছেলেটিকে দেখে বোঝেন তিনি মানসিক ভারসাম্যহীন। নাম ঠিকানা কিছুই বলতে পারছে না সে। ওই ঝড়ের রাতে তাকে নিয়ে আসা হয় সরকারি বিশ্রামাগারে। কোনমতে তার সঙ্গে কথা বলে যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। ছেলেটির অসংলগ্ন কথাবার্তার উপরেই ভরসা করে চালানো হয় খোঁজ। যোগাযোগ করা হয় বাংলাদেশের হ্যাম বন্ধু ও প্রশাসনের সঙ্গে। এরপর থেকেই একের পর এক জট খুলতে শুরু করে। পুলিশ অনেক খোঁজ করে যোগাযোগ করেন মিলনের ছোট বোনের সঙ্গে। এরপর এই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ভিডিও কলে কথা বলানো হয়। পরিবারের বাবা ছাড়াও রয়েছে তার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে। প্রায় চার বছর পর বাবাকে দেখতে পেয়ে অঝোরে কাঁদতে থাকে নয় বছরের ছেলে ও ১৬ বছরের মেয়ে।

রেমালের তাণ্ডব অনেক জায়গায় ঘর ভাঙ্গলেও মিলনের ঘর যেন আবার নতুন করে বেঁধে দিল। চার বছর আগে ছেলেকে সাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মিলন। ছেলে আবদার করেছে বাবা ফিরলেই কিনে দিতে হবে সাইকেল। আর মেয়েও এদিকে দিন গুনছে মিলন ফিরলেই তার নতুন সংসার বসিয়ে দেবে বাবা। পরিবারের লোকজন ধন্যবাদ জানিয়েছে নাঙ্গলকোট থানার পুলিশকে। এছাড়াও হ্যাম রেডিওর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

আরও পড়ুন- অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, আসছে নতুন পলিসি

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version