১) নজির গড়লেন ভারতীয় বক্সার নিশান্ত দেব। অলিম্পিক্সের জন্য দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন তিনি। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় ৭১ কেজি বিভাগে তিনি হারান মলডোভার ভাসাইল কেবোতারিকে।

২) টি-২০ বিশ্বকাপের আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। রোহিত শর্মাদের সামনে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের আগে এটাই একমাত্র প্রস্তুতি ম্যাচ। আর এই ম্যাচের নামার আগে ভারত অধিনায়ক জানালেন দল তৈরী।

৩) দলবদলে বড় চমক দিল ইস্টবেঙ্গল এফসি। সুত্রের খবর, ২০২৩-২৪ আইএসএলের সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে সই করিয়ে নিল লাল-হলুদ। জানা যাচ্ছে, গ্রিসের এই তারকা ফুটবলারের মেডিক্যাল রিপোর্ট দেখে সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। আর তাই দিমিত্রিয়সের সঙ্গে চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল।

৪) ফের একবার মানবিক মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়ালেন এক ভক্তের। মাহি অনুরাগীদের কাছে ধোনি হলেন ভগবান। তাঁকে একবার দেখার জন্য , তাঁকে একবার ছোঁয়ার জন্য পাগল হয়ে যায় মাহির ভক্তকুল। আর এবার ভক্তের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক। যা মন কেড়েছে নেটিজেনদের।

৫) চলে গেলেন মহামেডান স্পোর্টিংয়ের একদা দোর্দণ্ডপ্রতাপ কর্মকর্তা ইকবাল আহমেদ। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার বিকেলে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯ বছর। মহামেডানের ফুটবল ও গ্রাউন্ড সচিবের দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজ্যের প্রাক্তন বিধায়কও।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিক্সে দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন নিশান্ত
