Thursday, August 21, 2025

বাংলায় ভোটদানের নিরিখে শীর্ষে বসিরহাট, বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণ ২৪ পরগনায় 

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উৎসবের মেজাজে বাংলায় ভোটের আমেজ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে প্রতিদানের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৫৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার, সেখানে ভোটদানের হার ৩১.৫১ শতাংশ।

রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোটদানে স্বতঃস্ফূর্ত যোগদান সাধারণ মানুষের। বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি ধরা পড়েছে যাদবপুর, ভাঙ্গড়, জয়নগর, মথুরাপুর এবং উত্তর কলকাতার কিছু বুথে। বরানগরে গন্ডগোল পাকানোর চেষ্টার অভিযোগ বিজেপি এবং বাম প্রার্থীর বিরুদ্ধে। বরানগরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য মেজাজ হারিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং গায়ে হাত তোলেন বলে অভিযোগ।দমদম লোকসভার অন্তর্গত তেঘরিয়া শশীভূষণ হাইস্কুলে বামপ্রার্থী সুজন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের, যার জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পরে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখানে পৌছে অবস্থা সামাল দেয়। বসিরহাটের সন্দেশখালির খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মণিকা মণ্ডলের স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বারুইপুরে বিক্ষোভের মুখে বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। বালিগঞ্জে বুথের মধ্যে সায়রা শাহ হালিমের সামনেই সূর্যকান্ত মিশ্রর কন্যা রোশনারা মিশ্রকে হেনস্থার অভিযোগ উঠেছে, বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। ডায়মন্ড হারবারের ফলতার দিঘিরপাড় বাজারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এলাকার মানুষ বলছেন বিপদের সময় পাশে থাকে তৃণমূল কংগ্রেস অথচ তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগানো থেকে শুরু করে বাংলার টাকা আটকে রাখা সবটাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে করছে বিজেপি। এই অভিযোগ তুলে তাঁরা অভিজিৎ দাসের গাড়ি আটকে গো ব্যাক স্লোগান দেন। এদিন ভোটের দায়িত্বে ভাঙড়ে গিয়ে আহত ৭০ এবং ৭১ নম্বর বুথের দায়িত্বে থাকা কলকাতা পুলিশের কর্মী এম আই খান। এসএসকেএম ট্রমা কেয়ারে আনা হচ্ছে বলে খবর ।

অন্যদিকে হাসিমুখে তারকা প্রার্থী থেকে সাধারণ মানুষের ভোট দেওয়ার ছবিটাও ধরা পড়েছে। বসিরহাটে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। নিজের কেন্দ্রে এ বারই প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র।

এদিন সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। বাংলার সপ্তম দফায় সকাল ৯টা পর্যন্ত মোট ৭১৫টি অভিযোগ জমা পড়ল কমিশনে।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা ১১ টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার-

 

দমদম- ২৪.৮৩ শতাংশ

বারাসত -২৭.৮৬ শতাংশ

বসিরহাট -৩২.৫৭ শতাংশ

জয়নগর – ৩০.২৫ শতাংশ

মথুরাপুর- ৩০.৫০ শতাংশ

ডায়মন্ড হারবার – ৩১.৫১ শতাংশ

যাদবপুর – ২৬.৫৯ শতাংশ

কলকাতা উত্তর – ২৪.০২ শতাংশ

কলকাতা দক্ষিণ – ২৪.০২ শতাংশ


 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...