Saturday, May 3, 2025

“দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”! ভোট দিতে না পেরে চরম ক্ষুব্ধ স্বস্তিকা

Date:

ভোটার তালিকা (Voter List) থেকে আচমকাই বাদ পড়ল নাম! ভোট দিতে গিয়ে বুথ থেকেই ফিরে আসতে বাধ্য হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। অভিযোগ, শনিবার শেষ দফার লোকসভা ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেই বাধে বিপত্তি। বুথে যেতেই অভিনেত্রী জানতে পারেন তাঁর নাম আচমকা ভোটার তালিকা (Voter List) থেকে বাদ গিয়েছে। কিন্তু কীভাবে এমনটা হল এদিন সাংবাদিকরা অভিনেত্রীকে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই।

শনিবার নিজের বোনের সঙ্গে গলফগার্ডেন এলাকায় রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুলের বুথে ভোট দিতে যান স্বস্তিকা। তবে ভোট দিতে গিয়ে জানতে পারেন শুধু তিনি নিজেই নন তাঁর বোন অজপা মুখোপাধ্যায়েরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। ফলে দুই বোনকেই ভোট না দিয়ে ফিরে আসতে হয়। আর ভোট দিতে না পেরে বাড়ি ফিরেই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্বস্তিকা। তাঁর কথায়, অত্যন্ত হতাশাজনক বিষয়। আমরা আগেও ভোট দিয়েছি। আজ আমি আর আমার বোন ভোট দিতে গিয়ে জানতে পারলাম আমাদের নাম বাদ পড়েছে। আমার ভোটার কার্ড হারিয়ে গেছে। বোনের ভোটার কার্ড আছে। কিন্তু তা সত্ত্বেও কীভাবে ওর নাম লিস্ট থেকে উড়ে গেছে জানিনা। তবে এখানেই শেষ নয়, ক্ষোভ উগরে এদিন স্বস্তিকা মনে করিয়ে দেন, তাঁদের মা-বাবা অনেক বছর প্রয়াত। তারপরেও তাঁদের নাম রয়েছে।

স্বস্তিকার দাবি, যারা ভোট দিতে চায় এমন অনেক তরুণ-তরুণীদের নাম নাকি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে ফোনে জানিয়েছেন স্বস্তিকা। কিন্তু শেষ মুহূর্তে ভোটার তালিকায় নাম নেই জানতে পারায় আর কিছুই করার উপায় ছিল না। স্বস্তিকার বক্তব্য, “দেশে থাকার সবচেয়ে বড় অধিকার হারালাম”।

Related articles

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...
Exit mobile version