Saturday, May 3, 2025

শালবনিতে নয়, কারখানার জন্য স্থান পরিবর্তন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বদলে গড়বেতায় খুব শীঘ্রই সৌরভের ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে। রবিবার এমনটাই জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

উল্লেখ্য, স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। সেখান থেকেই তিনি ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে একটি ইস্পাত কারখানা করবেন। সেইমতো কথাবার্তা এবং জমি পরিমাপেরও কাজও শুরু হয়েছিল। আর তা করতে গিয়েই পিছু হটতে হল তাঁকে। সূত্রের খবর শালবনীতে জমি পাওয়া নিয়ে একটি সমস্যা তৈরি হয়েছে। যা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। তারপরেই সেখান থেকে সরে গড়বেতায় করার কথা জানালেন মহারাজ। এতে ব্যাপক কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, এটি তার দ্বিতীয় ইস্পাত কারখানা। ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেন। এই দ্বিতীয় ইস্পাত কারখানা তিন-চার মাসের মধ্যেই শুরু হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শালবনীতে জিন্দলদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে বহু মানুষ স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু ২০১৪ সালে সেই প্রকল্পের কাজ স্থগিত করেছিল জিন্দল। ফলে স্বপ্নভঙ্গ হয়েছিল এলাকাবাসীর। তার পরিবর্তে ওখানে সিমেন্ট কারখানা করা হয়। যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সৌরভ গাঙ্গুলীর দ্বিতীয় ইস্পাত কারখানা ঘিরে কর্মসংস্থানের আশা দেখছেন গড়বেতাবাসী।

আরও পড়ুন- সোমবার ফের ভোট! রাজ্যের ২ বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version