রাজ্যের দুটি লোকসভা আসনের দুটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন! শনিবার বাংলায় সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন শেষ হয়। তবে, নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পুনর্নির্বাচন নিয়ে প্রচার করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামিকাল অর্থাৎ সোমবার বারাসতের দেগঙ্গায় কদম্বগাছির সর্দারপাড়ায় ফের ভোট হবে। এছাড়া মথুরাপুরের কাকদ্বীপের শ্রীচৈতন্য বিদ্যাপীঠে হবে ভোটগ্রহণ। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
প্রসঙ্গত, গত ১ জুন সপ্তম দফায় এই দুই কেন্দ্রে নির্বাচন হয়েছিল। তবে একাধিক অভিযোগের ভিত্তিতে এই দুটি বুথের সেই নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনঃনির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে গোটা দেশেই। তার আগে সোমবার এই দুটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন- নিয়ম ভেঙে ব্যালট গণনা? কমিশনে দরবার বিরোধীদের, হাজির বিজেপিও