বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর। জানালেন, ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে।
এই নিয়ে এক অনুষ্ঠানে গম্ভীর বলেন, “ ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।” যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না, তা জানা যায়নি।
টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচের পদের থেকে সরে দাঁড়াবেন রাহুল দ্রাবিড়। তিনি আর কোচ পদে থাকবেন না। এরপরই কোচ পদের জন্য বিজ্ঞাপন দেয় বিসিসিআই। ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে। এরই মধ্যে জল্পনা ছড়ায় যে টিম ইন্ডিয়ার কোচের জন্য গম্ভীরকে পছন্দ বিসিসিআইয়ের। আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলতে দেখা যায় বোর্ড সচিব জয় শাহকে।
আরও পড়ুন- দুরন্ত ফর্মে প্রজ্ঞানন্দ , কার্লসেনের পর এবার হারালেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ুকে