Tuesday, November 4, 2025

পুলিশকে মা.রধরে অভিযুক্ত বিজেপি নেতার বাড়িতে ত.ল্লাশি, উ.ত্তেজনা ছড়ানোর চেষ্টা সন্দেশখালিতে

Date:

Share post:

পুলিশি অভিযান ঘিরে সোমবার ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। ভোটের দিন সন্দেশখালিতে পুলিশকে মারধরের অভিযোগে বিজেপি নেতা অময় ভুঁইয়ার বাড়িতে পুলিশ যায়। বিজেপি নেতার পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ওই নেতার বাড়িতে পুলিশ ঢুকতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতার পরিবারের সদস্যরা, পুলিশ আধিকারিকদের ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি, চিৎকার শুরু হয়। অময় ভুঁইয়ার পরিবারের মহিলা সদস্যদের বের করে নিয়ে আসেন RAF-র মহিলা আধিকারিকরা। এরপরই ঘরের মধ্যে তল্লাশি অভিযান শুরু হয়।

বিজেপি নেতার বৌদি পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখতে চান বলে জানা গিয়েছে। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। ক্ষোভ তুঙ্গে ওঠে। বিক্ষুব্ধ মহিলা সদস্যের অভিযোগ, কোনও তথ্য না দেখিয়ে গায়ের জোরে পুলিশ বাড়িতে ঢুকে গিয়েছে। পুলিশের দাবি, ভোটের আগে এবং ভোটের সময় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার নেপথ্যে ছিলেন এই অময় ভুঁইয়া। রবিবারও কার্যত এক ছবি দেখা গিয়েছিল সন্দেশখালিতে। রবিবার, সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার বাধে। সেখানেও, পুলিশের উপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় তুমুল বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। RAF এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে ঢোকে পুলিশ, তল্লাশি চালাতে শুরু করে। এর পর যখন সাধন নন্দী নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করে তারা নিয়ে আসছিল, তখনই বিক্ষোভ দেখাতে থাকেন আগারহাটি মণ্ডলপাড়ার বাসিন্দারা। মহিলারাপরে পুলিশের গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

 

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...