Wednesday, January 14, 2026

কুয়েত ম্যাচ নিয়ে কী বললেন টিম ইন্ডিয়ার কোচ ইগর স্টিম্যাচ?

Date:

Share post:

৬ জুন যুবভারতীতে ভারতও-কুয়েত ম্যাচ। এই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে অধিনায়ক সুনীল ছেত্রী। ভারত অধিনায়কের বিদায়ী মঞ্চ ভারতীয় ফুটবলের জন্যও মাইলফলকের ম্যাচ হতে পারে। কুয়েতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়ার হাতছানি সুনীল, মনবীরদের সামনে। সেই সঙ্গে সরাসরি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলারও ছাড়পত্র পাওয়ার সুযোগ।

এই ম্যাচ নিয়ে ফেডারেশনের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে কোচ ইগর স্টিম্যাচ জানিয়েছেন, ৬ জুন ভারতীয় ফুটবলারদের কেরিয়ার বদলে দেওয়ার ম্যাচ হতে পারে। দলের জন্য বিশাল ম্যাচ হতে চলেছে।
স্টিমাচ বলেছেন, ‘‘কুয়েতের বিরুদ্ধে যুবভারতীতে আমাদের বিরাট বড় ম্যাচ। আমাদের ছেলেদের কেরিয়ার বদলে দিতে পারে এই ম্যাচ। আমি চাই, ওরা ম্যাচটা উপভোগ করুক এবং নিজেদের সেরাটা উজাড় করে দিক।’’

১৯৮৫ সাল থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলছে ভারত। কখনও প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি। স্টিম্যাচ সেটা মনে করিয়ে দিয়ে বলেছেন, ‘‘কুয়েতের বিরুদ্ধে তিন দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটা আমরা খেলতে চলেছি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কখনও তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ পাইনি। এমন একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে থাকাটাই একটা কৃতিত্ব। তৃতীয় রাউন্ডে গিয়ে এশিয়ার সেরা দলগুলোর বিরুদ্ধে আরও ১০টা ম্যাচ খেলতে পারলে আমাদের অনেক লাভ হবে। ফুটবলের বৃহত্তর আঙিনায় নিজেদের ছাপ রাখার সুযোগ পাবে ভারত।’’

গত এক বছরে কুয়েতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে ভারত। সাফ ফাইনালে স্মরণীয় জয়ও পেয়েছে দল। তবে এবার লড়াই কঠিন বুঝেই শারীরিক ও মানসিকভাবে ফুটবলারদের সেরা জায়গায় রাখতে চাইছেন সুনীলদের হেড স্যার। সেইসঙ্গে ফুটবলারদের চতুর হওয়ারও পরামর্শ দিচ্ছেন। রবিবারও ছুটি ছিল অনুশীলনে। মেহতাব সিং দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে খবর। সোমবার থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করবেন সুনীলরা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...