আম আদমির ক্ষমতাকে ছোট করে দেখার মাসুল: নাম না করে BJP-কে কটাক্ষ অভিষেকের

বাংলায় ‘ফার্স্ট বয়’ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার নির্বাচনী ইতিহাসে সর্বকালীন রেকর্ড জয়ের মার্জিনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতলেন তৃণমূল প্রার্থী অভিষেক। দেশের সর্বকালীন রেকর্ড জয়ের তালিকায় প্রথম তিনে থাকবে অভিষেকের এই কীর্তি। ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের ব্য়বধানে বিরোধীদের কার্যত উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০। বিপুল জয়ের পরে নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

জয়ের পর কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে সাংবাদিক বৈঠকে এসেছিলেন অভিষেক। তবে সেখানে তিনি কোনও মন্তব্য করেননি। শুধু হাসিমুখে ছিলেন দলনেত্রীর পাশে। মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে নাম না করে বিজেপিকে আক্রমণ করে অভিষেক লেখেন,
“যারা বাংলার শক্তি এবং সহনশীলতাকে নিয়ে সন্দেহ করার সাহস করেছিল, যারা হাই কোর্টের একাংশ, মিডিয়া, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মাধ্যমে আমাদের কোণঠাসা করতে চেয়েছিল এবং আম আদমির ক্ষমতাকে ছোট করে দেখেছিল, আজ রাতে তাদের কানে অনুরণন হবে।
জয় বাংলা”

এদিন বিশেষ নজর ছিল ডায়মন্ড হারবারের দিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) ন্যূনতম চার লক্ষ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। কিন্তু সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে বাংলায় সর্বকালীন রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অভিষেক। গতবারের ব্যবধানকে ছাপিয়েই তিনি ক্ষান্ত হননি, সবাইকে ছাপিয়ে তিনি জয়ী হয়েছেন সাত লক্ষেরও বেশি ভোটে। প্রচারে বারবার বাংলা বিরোধীদের বিসর্জনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সি আর বিচার ব্যবস্থার একাংশকে দিয়ে বাংলা তথা দেশের বিরোধীদের হেনস্থার অভিযোগে তুলেছিলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর বার্তা ছিল, গণতান্ত্রিকভাবে এই আক্রমণের জবাব দেওয়ার। বাংলার মানুষ তা দিয়েছেন। আর তারপরেই সোশ্যাল মিডিয়া পোস্টে নাম না করে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।