ভোট শেষে সৌজন্যের রাজনীতি, দীপ্সিতাকে তৃণমূলে ডাক!

আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই

0
1

নির্বাচনের ফলাফল যা-ই হোক সম্প্রীতি ভোলে না বাংলা। গণনার শেষে সেই ছবি শ্রীরামপুরে। প্রচার পর্বে তৃণমূলের সঙ্গে জোর টক্কর দেওয়া দীপ্সিতাকে ভালো লেগে গিয়েছে শ্রীরামপুরে, অন্তত তৃণমূল কর্মীদের আবদারে মঙ্গলবার সেই ছবিই ধরা পড়ল।

তিন বারের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে শ্রীরামপুরে অপ্রতিরোধ্য, ২০২৪ লোকসভার ফলাফলে সেটা আবারও প্রমাণ হয়ে গেল। একদিকে বামেদের তরুণ তাস অন্যদিকে বিজেপির পারিবারিক সম্পর্কের রাজনীতি ময়দানে টেনে আনা যে শ্রীরামপুরের মানুষের মনে কোনও প্রভাব ফেলতে পারেনি তা ফলাফলেই প্রমাণিত। তার পরেও নির্বাচনী প্রচারে বামেদের তরুণ প্রার্থী দীপ্সিতার প্রচারভঙ্গিকে স্যালুট স্থানীয় তৃণমূলকর্মীদের।

মঙ্গলবার গণনার দিন সময় যত এগিয়েছে তত ব্যবধান বাড়িয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দশ-বারো রাউন্ড গণনা শেষে দেখা যায় ব্যবধান প্রায় লক্ষাধিক ভোটের। ব্যবধান যত বেড়েছে ততই সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে শ্রীরামপুরের আকাশ।শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ ৮৫ হাজার ৯৫০ ভোটে জয়ী হন। এই ব্যবধান দেখে বেরিয়ে আসা সিপিআইএম প্রার্থী দীপ্সিতাকে দেখে হঠাৎই তৃণমূলকর্মীদের আবদার, “আপনার বক্তৃতা ভালো লাগে। আপনার মতো নেত্রী চাই। দিদিকে দিদির পাশে দেখতে চাই। আপনার মতো মানুষকে চাই।”

তবে তৃণমূল কর্মীদের এহেন আবদারে কার্যত লজ্জা পেয়ে যান দীপ্সিতা। বারবার নমস্কার করতে থাকেন। আর একইসঙ্গে স্পষ্টই দীপ্সিতা জানিয়ে দেন, তিনি বামপন্থীই থাকবেন।