দশ বছর ক্ষমতায় থাকার পরেও একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। দেশের মানুষ নরেন্দ্র মোদির পাশে নেই। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় সবুজ সাইক্লোন ও দেশে INDIA জোটের ভালো ফলের পরে মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পাশে নিয়ে এই মন্তব্য করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এবার কি I.N.D.I.A. নিয়ে ঝাঁপাবে তৃণমূল? মমতা (Mamata Banerjee) জানান, “মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ বার কি আমরা ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়ার সদস্যরাও ছেড়ে দেবে না। বরং আমাদের টিম বাড়বে কমবে না।“
এরপরেই তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “মোদি তোমার ভোট অন্য কোথাও যায়নি। তোমার ম্যাজিক শেষ। তোমাকে পদত্যাগ করতে হবে।“
মমতা বলেন, “ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।“ মমতার কথায়, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে।” মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, এখন সংখ্যাগরিষ্ঠতা টানতে এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে- মোক্ষম খোঁচা দেন তৃণমূল সভানেত্রী।