Sunday, November 16, 2025

নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন মোদি-শাহ! তীব্র আক্রমণ মমতার

Date:

দশ বছর ক্ষমতায় থাকার পরেও একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি। দেশের মানুষ নরেন্দ্র মোদির পাশে নেই। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় সবুজ সাইক্লোন ও দেশে INDIA জোটের ভালো ফলের পরে মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) পাশে নিয়ে এই মন্তব্য করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন বিজেপির (BJP) বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মমতা। বলেন, “আমি খুশি নরেন্দ্র মোদি (Naredra Modi) হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওঁর অবিলম্বে উচিত পদত্যাগ করা।“ তৃণমূল সভানেত্রীর অভিযোগ, “মোদি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেত তবে দেশ থাকত না। এনডিএ এথন ‘লস্ট কেস’। তাই যাঁরা ওঁদের সমর্থন করবেন বলে ভাবছেন, তাঁদের আমরা বারণ করব। এর থেকে বেশি কিছু করতে পারি না।“

এবার কি I.N.D.I.A. নিয়ে ঝাঁপাবে তৃণমূল? মমতা (Mamata Banerjee) জানান, “মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ বার কি আমরা ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়ার সদস্যরাও ছেড়ে দেবে না। বরং আমাদের টিম বাড়বে কমবে না।“

এরপরেই তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “মোদি তোমার ভোট অন্য কোথাও যায়নি। তোমার ম্যাজিক শেষ। তোমাকে পদত্যাগ করতে হবে।“

মমতা বলেন, “ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে।“ মমতার কথায়, “ওরা দল ভেঙেছে, জনতা ওদের মেরুদন্ড ভেঙে দিয়েছে।” মোদি-শাহের অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে মন্তব্য করে তৃণমূল সুপ্রিমো বলেন, এখন সংখ্যাগরিষ্ঠতা টানতে এখন নীতীশজি ও টিডিপির পা ধরতে হচ্ছে- মোক্ষম খোঁচা দেন তৃণমূল সভানেত্রী।







Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version