Sunday, November 2, 2025

ফলাফল প্রকাশ হতেই ফুটো মোদির গ্যাস বেলুন! NDA-র ঘাড়ে নিঃশ্বাস INDIA-র

Date:

Share post:

বুথফেরত সমীক্ষায় (Exit Poll) আভাস মিলেছিল চলতি বছরেও বিশাল ব্যবধানে জয়ের পথে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি তথা এনডিএ (NDA)। কিন্তু মঙ্গলবার সকাল সকাল ফলাফল প্রকাশ হতেই দেখা গেল একেবারে চুপসে গিয়েছে মোদির ভাঁওতাবাজির গ্যাসবেলুন। ফলাফলের ট্রেন্ডে চোখ রাখলে দেখা যাচ্ছে একেবারে এনডিএ-র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে INDIA। শেষ পাওয়া খবর অনুযায়ী এনডিএ জোট বর্তমানে এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, INDIA এগিয়ে রয়েছে ২২৮ আসনে এবং অনান্যরা এগিয়ে রয়েছে ২১ আসনে। তবে লোকসভা ভোটের শুরুর আগে এবং ভোট পরবর্তী সময়েও মোদি-সহ কেন্দ্রের প্রথম সারির নেতাদের সমস্ত মিথ্যা অভিযোগ, অপপ্রচারের রীতিমতো যোগ্য জবাব দিলেন দেশবাসী। নির্বাচনী প্রচারে একাধিক বিরোধী রাজ্যে গিয়ে হিংসা ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে মোদি-শাহ সহ একাধিক ডবল ইঞ্জিন নেতাদের বিরুদ্ধে। তবে সব কা বিকাশের আশ্বাস দিলেও দেশবাসী যে মোদির ভাঁওতাবাজিতে আর বিশ্বাস করেন না তা দিনের আলোর মতো পরিষ্কার। দেশের বিভিন্ন প্রান্তে চোখ রাখলে দেখা যাচ্ছে বিজেপি তথা এনডিএ-র অনেক গড়ই INDIA-র দখলে আসতে চলেছে।

এদিকে বিরোধী জোটের পক্ষে ধীরে ধীরে পাল্লা ভারী হতেই মঙ্গলবার সকাল থেকে একে অপরকে শুভেচ্ছা জানান হেভিওয়েটরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোনে শুভেচ্ছার ঝড়। শোনা যাচ্ছে ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হতেই মঙ্গলবার বিকেলে বা বুধবার সকালেই দিল্লিতে কংগ্রেস সভাপতির বাড়িতেই বৈঠকে বসতে পারেন INDIA-র প্রতিনিধিরা। আর সেই বৈঠকে মূলত পরবর্তী কৌশল নির্ধারিত হবে বলে খবর। তবে প্রথম থেকেই একাধিক বুথফেরত সমীক্ষার দাবি উড়িয়ে দিয়েছেন বিরোধীরা। সে মমতা বন্দ্যোপাধ্যায় হোন বা রাহুল ও সোনিয়া গান্ধী প্রথম থেকেই দাবি জানিয়েছেন এই সব সমীক্ষার ফল পুরোপুরি উল্টে যাবে। মঙ্গলবার সকালে ভোটের ফলাফল প্রকাশ হতেই বিরোধীদের সেই দাবিই প্রাধান্য পাচ্ছে। সূত্রের খবর, এদিন বাংলাতেও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার প্রকাশ্যে আসার পরই মমতাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। তবে মমতা কী করবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

তবে এদিন ভোটের ফলাফল প্রকাশ হতেই ঘর গোছাতে নেমে পড়েছে বিরোধী শিবির। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এবার বিহার নিজেদের দখলে রাখতে একদা সঙ্গী নীতীশ কুমারের সঙ্গেও যোগাযোগ ইতিমধ্যে শুরু করেছে বিরোধী জোট। একসময় INDIA জোটের বেশ উজ্জ্বল মুখ ছিলেন নীতীশ। কিন্তু পরে পাল্টি খেয়ে এনডিএ শিবিরে যোগ গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর পদ পাকা করেন। পাশাপাশি জানা যাচ্ছে তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গেও কথা বলে তাঁদের পায়ের তলার জমি শক্ত করতে এবার উঠে পড়ে লাগল INDIA জোট।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...