নিশীথ হারতেই কোচবিহারে সন্ত্রাস শুরু বিজেপির

নাটাবাড়িতে আক্রান্ত তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে ।তৃণমূলের যুব সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ।

উত্তরবঙ্গে নিজেদের শক্ত ঘাঁটিতেও আশানরূপ ফল করতে ব্যর্থ বিজেপি। কোচবিহার কেন্দ্রে হেরেছেন অমিত শাহের ডেপুটি তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরই প্রতিহিংসা থেকে সন্ত্রাসের আশ্রয় নিয়েছে বিজেপি।

নাটাবাড়িতে আক্রান্ত তৃণমূল নেতা, ভর্তি হাসপাতালে ।তৃণমূলের যুব সভাপতিকে ধারালো অস্ত্রের কোপ। কোচবিহারের নাটাবাড়ির ডাউয়াগুড়ির ভজনপুরের ঘটনা। জখম ওই তৃণমূল নেতার নাম রেজ্জাক হোসেন। তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। রেজ্জাকের অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়েছে। জখম ওই নেতাকে দেখতে গিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, নব নির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া সহ অন্যান্য নেতৃত্ব।

তৃণমূলের দাবি, নিশীথ প্রামাণিকের নির্দেশেই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।





 

Previous articleনস্যাৎ ‘ওভার রেটেড’ পি কে-র পূর্বানুমান, “বিজেপি প্রভাবিত” কটাক্ষ নানা মহলের
Next article‘সবুজই প্রেরণা’, বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রীর সবুজ-বার্তা