Monday, December 8, 2025

পিএসজি হুমকি দিয়েছিল মাঠে পা রাখতে দেবে না, রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে বিস্ফোরক এমবাপ্পে

Date:

Share post:

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। তার আগে পিএসজির সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টানতে হয়েছে তাকে। তবে প্যারিসিয়ানদের সঙ্গে প্রথম ছয় বছর ভালোভাবে কাটলেও শেষ মরসুমে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাকে। গত বছর দল ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকে তার ওপর খেপে যায় পিএসজি কর্তৃপক্ষ। সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে ইউরোপের গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়। যেখানে নতুন চুক্তিতে স্বাক্ষর না করলে তখনই ক্লাব ছাড়তে বলার মতো হুমকির গুঞ্জনও ছিল। এছাড়া বেতন-বোনাস আটকে দেওয়ার খবরও পাওয়া যায়।

এরপর লিগ ম্যাচের বেশিরভাগ সময় তাকে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনা তো বিশ্ব ফুটবল স্বচক্ষেই দেখেছে। তবে এতদিন এসব নিয়ে মুখ খোলেননি এমবাপ্পে। ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সঠিক সময়ের জন্য। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে হাফ ছেড়ে যেন বাঁচলেন তিনি। মুখ খুললেন গত ১২ মাসের খারাপ অভিজ্ঞতা নিয়ে। ক্লাব কর্তৃপক্ষ থেকে হুমকি পেয়েছিলেন মাঠে পা রাখতে না পারার। এমবাপ্পে বলেন, ‘আমি পিএসজিতে অখুশি ছিলাম না। কিন্তু কিছু বিষয় আমাকে কষ্ট দিয়েছিল। মরসুমের শুরুতে ক্লাব আমাকে বুঝিয়েছিল যে আমি খেলতে পারব না। তারা আমার মুখের সে কথা জানিয়েছিল।’

গত মরসুমে লিগের বেশিরভাগ সময় বেঞ্চে কাটালেও কোচ লুইস এনরিকে ও ক্লাব উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সমর্থনে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। তাই তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। ফরাসি তারকা বলেন, ‘লুইস এনরিকে এবং লুইস ক্যাম্পোস আমাকে বাঁচিয়েছে। নয়তো আমি মাঠে পা ফেলতে পারতাম না।’অবশ্য সেসব নিয়ে এখন আর ভাবছেন না এমবাপ্পে। স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুশি তিনি। সাংবাদিক সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমি খুশি। আমি অনেক আনন্দিত। আপনারা আমার মুখে আনন্দের সে হাসি দেখতে পাচ্ছেন। আর আনন্দে থাকা খেলোয়াড় ভালো খেলা উপহার দিতে পারে। আমি আমার স্বপ্নের ক্লাবের জন্য খেলব। আমি রিয়াল মাদ্রিদে কমপক্ষে পাঁচ বছর খেলব।’

২০১৭ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পিএসজির জার্সি গায়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল ও ১০৮টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। ক্লাব ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার তিনি। গত সাত মরসুমে ক্লাবের হয়ে ছয়টি লিগ শিরোপাসহ মোট ১৫টি শিরোপা জিতেছেন তিনি। এবার রিয়ালের হয়ে নতুন অধ্যায়ের অপেক্ষায় ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।তার আগে অবশ্য জাতীয় দলের হয়ে ইউরোর মঞ্চ মাতাবেন এমবাপ্পে। বুধবার লুক্সেমবার্গের বিপক্ষে আর ৯ জুন কানাডার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের পর ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শুরু হবে ফ্রান্সের ইউরো যাত্রা।





spot_img

Related articles

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...