দিদি নাম্বার ওয়ানের ফ্লোর থেকে রাজনীতির ময়দান, এবং সেখানেও “দিদি নাম্বার ওয়ান”! আসলে রচনা মমতা বন্দ্যোপাধ্যায় যেন পরশ পাথর! ছুঁলেই সোনা! প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাৎ। হুগলি কেন্দ্র থেকে বিপুল ভোটে রচনা হারিয়েছেন বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে। আগামী পাঁচবছর সাংসদ রচনা। তাঁকে নিয়ে তৃণমূলে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের শেষ নেই।

রচনার এই জয়ে দারুণ খুশি তার স্বামী প্রবাল বসুও। গোটা ভোট পর্ব দারুন উপভোগ করেছেন প্রবালবাবু। রচনার মনোনয়নের দিন নিজে হুগলি জেলা শাসকের অফিসে হাজির ছিলেন তিনি। অভিনেত্রীর স্বামীর মতে, রচনা যা স্পর্শ করে তাই সোনা হয়ে যায়। ঠিক যেন পরশ পাথর!
রাজনীতির ময়দানে স্ত্রীর অভূতপূর্ব জয়ের পর সংবাদ মাধ্যমকে প্রবাল বসু বলেন, “কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে, ও এরকমই যা ছোঁয়, তাই সোনা হয়ে যায়। যেখানেই হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে।”
